ভারতে ওড়িশার বালেশ্বরে ভয়াবহ করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনা নিয়ে প্রায় গোটা বিশ্ব থেকে শোকবার্তা এসেছে ভারতে।
শোকবার্তা জানিয়ে বিবৃতি জারি করল হোয়াইট হাউস-ও।
সেখানে ভারতকে যে কোনও মূল্যে পাশে থাকার বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
শনিবার ৩ জুন এই বিবৃতিটি জারি করা হয়েছিল। সেখানে বাইডেন বলেন, “ভারতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার খবর শুনে আমার ও ফার্স্ট লেডি জিল বাইডেনের কষ্টে বুক ফেটে যাচ্ছে। আমরা ভীষণই মর্মাহত। যারা এ দুর্ঘটনায় স্বজনদের হারিয়েছেন এবং যারা গুরুতর আহত হয়েছেন, তাদের সবার জন্য আমরা প্রার্থনা করছি। যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। সংস্কৃতির বন্ধন এই দু’টি দেশকে এক করেছে। এই দুর্ঘটনায় ভারতের পাশাপাশি যুক্তরাষ্ট্রের বাসিন্দারাও শোকাহত। উদ্ধারকাজ চলা পর্যন্ত আমরা গোটা বিষয়টির উপর নজর রাখব। যে কোনও প্রয়োজনে ভারতের পাশে থাকব।”
উল্লেখ্য যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক থেকে শুরু করে আফগানিস্তানের তালিবান সরকার, সকলেই এই মর্মান্তিক ঘটনার পর ভারতের জন্য সহমর্মিতা জানিয়েছেন। সেখানে ভারতকে যে কোনও মূল্যে পাশে থাকার বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।