বাংলাদেশের বিদ্যুৎ সরবরাহে চলমান লোডশেডিং-এর প্রতিবাদে, আগামী ৮ জুন সারাদেশে বিদ্যুৎ বিভাগের সব জেলা কার্যালয়ের সামনে এক ঘন্টার অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি। এছাড়া, একই দিন জেলা বিদ্যুৎ অফিসে স্মারকলিপি দেবে বিএনপি।
নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে মঙ্গলবার (৬ জুন) এক সংবাদ সম্মেলনে, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন। তিনি জানান, সোমবার রাতে তাদের দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী সংস্থা স্থায়ী কমিটির বৈঠকে এ কর্মসূচির সিদ্ধান্ত নেয়া হয়।
রুহুল কবির রিজভী বলেন, “আগামী ৮ জুন সকল জেলা সদরের বিদ্যুৎ অফিসের সামনে, সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করা হবে। সেখানে অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে স্মারকলিপি পেশ করা হবে।”
তিনি বলেন, “সারাদেশে ভয়াবহ বিদ্যুৎ বিভ্রাটের কারণে, অসহনীয় দুর্ভোগের মধ্য দিয়ে যাচ্ছে মানষ। গ্রাম ও শহরের মানুষ ২৪ ঘণ্টায় এক থেকে দুই ঘণ্টা বিদ্যুৎ পায়। দিনের বেলায়ও পাঁচ-ছয় ঘণ্টা লোডশেডিংয়ের শিকার হচ্ছে মানুষ। রাজধানীতেও প্রতিদিন ৩/৪ ঘণ্টার বেশি বিদ্যুৎ পাওয়া যায় না।”
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অভিযোগ করেন, “সরকার কুইক রেন্টাল পাওয়ার প্রকল্প ও বিদ্যুৎ খাতে ভর্তুকি দেয়ার নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। লোডশেডিংয়ের মাধ্যমে তাদের (সরকার) প্রতারণা এখন জনগণের সামনে স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে।”