অ্যাকসেসিবিলিটি লিংক

ব্লিংকেন সৌদি আরব সফরকালে ইসরাইল-সৌদি আরব সম্পর্ক নিয়ে আলোচনা করবেন


ফাইল ছবিঃ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন জাপানের কারুইজাওয়ায় জি-৭ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শেষে বক্তব্য রাখছেন। ( ১৮ এপ্রিল, ২০২৩)
ফাইল ছবিঃ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন জাপানের কারুইজাওয়ায় জি-৭ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শেষে বক্তব্য রাখছেন। ( ১৮ এপ্রিল, ২০২৩)

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন নিরাপত্তা ও অর্থনৈতিক ইস্যুতে আলোচনার জন্য মঙ্গলবার সৌদি আরব যাচ্ছেন।

সফরের আগে ব্লিংকেন সোমবার বলেন, “ইসরাইল ও সৌদি আরবের মধ্যে স্বাভাবিকীকরণে যুক্তরাষ্ট্রের সত্যিকারের জাতীয় নিরাপত্তার স্বার্থ রয়েছে।“

অন্তত যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের প্রশাসনের সময় থেকে যুক্তরাষ্ট্র, মিশর, বাহরাইন, মরক্কো ও সংযুক্ত আরব আমিরাতসহ বেশ কয়েকটি আরব দেশের সঙ্গে ইসরাইলের সম্পর্ক স্বাভাবিক করতে কাজ করেছে।

ইসরাইলপন্থী লবি এআইপিএসি-র এক বৈঠকে ব্লিংকেন বলেন, তার সৌদি আরব সফরের একটি অংশে ইসরাইল-সৌদি সম্পর্ক জোরদারে কাজ করা হবে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, মধ্যপ্রাচ্যে নিরাপত্তা, স্থিতিশীলতা, উত্তেজনা প্রশমন, আঞ্চলিক সংহতি এবং অর্থনৈতিক সুযোগ নিয়ে আলোচনার জন্য বুধবার উপসাগরীয় সহযোগিতা কাউন্সিলের সঙ্গে মন্ত্রী পর্যায়ের বৈঠক করবেন ব্লিংকেন।

বৃহস্পতিবার ব্লিংকেন এবং সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান যৌথভাবে ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াইরত ৮০ সদস্যের জোটের একটি বৈঠকের আয়োজন করেছেন।

এই প্রতিবেদনের কিছু তথ্য এপি, এএফপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।

XS
SM
MD
LG