ভারত সঞ্চার নিগম লিমিটেড বা বিএসএনএল-এর পুনরুজ্জীবনের জন্য ১.৬৪ লাখ কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্র। এমনটাই জানালেন কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি এবং টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণ। পাশাপাশি, খরিফ (গ্রীষ্ম ও বর্ষাকালীন) ফসলের ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি) বাড়ানোরও সিদ্ধান্ত নিল নরেন্দ্র মোদী সরকার। বুধবার ৭ জুন কেন্দ্রীয় মন্ত্রিসভার আর্থিক বিষয়ক কমিটি এই সিদ্ধান্ত চূড়ান্ত করেছে বলে সরকারি সূত্রের খবর।
সংশ্লিষ্ট মহলের বক্তব্য, নয়া প্যাকেজের ফলে ধুঁকতে থাকা বিএসএনএল-এ নয়া ‘প্রাণের’ সঞ্চার হবে। পরিষেবা আরও উন্নত করা যাবে। লোকসানের বোঝা কমবে এবং ভারত ব্রডব্যান্ড নিগম লিমিটেডের (বিবিএনএল) সঙ্গে মিশে গিয়ে ফাইবার নেটওয়ার্কের সুবিধা পাবে।
কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন, "বিএসএনএলের হাতে ছিল যে লিগাসি স্পেকট্রাম , তা আবারও ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ৪জি-র নয়া স্পেকট্রাম ফের দেওয়া হবে। পরবর্তী দেড় থেকে দু’বছরে ৫জি স্পেকট্রাম বণ্টন করা হবে।’
অন্যদিকে, খরিফ শস্যের ন্যূনতম সহায়ক মূল্য বাড়ানোরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রসঙ্গত, রবি (শীত) এবং খরিফ (গ্রীষ্ম) মরসুমের মোট ২৩টি ফসলের এমএসপি ঠিক করে কেন্দ্র। গত বছরের মাঝামাঝি সময়ে খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির হার দ্রুত বাড়তে শুরু করেছিল। সে সময় এক দফা এমএসপি বাড়িয়েছিল কেন্দ্র। বর্তমানে মূল্যবৃদ্ধি কিছুটা নিয়ন্ত্রণে। এই পরিস্থিতিতে বাজারদরের সঙ্গে সঙ্গতি রেখে এমএসপি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয়ক কমিটি (সিসিইএ)খরিফ শস্যের ২০২২-২৩ বিপণন বর্ষে ন্যূনতম সহায়ক মূল্য অনুমোদন করেছে। কেন্দ্র এই সময়কালে উৎপাদনকারীরা যাতে তাঁদের ফসলের যথাযথ মূল্য পান এবং বিভিন্ন ধরণের শস্য উৎপাদনে আগ্রহী হন সেই দিকটি বিবেচনা করে খরিফ শস্যের ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধি করেছে।