অ্যাকসেসিবিলিটি লিংক

সোমালিয়ায় ইথিওপিয়ার সামরিক ঘাঁটিতে হামলা চালায় আল-শাবাব


ইথিওপিয়া বলেছে যে সোমালিয়ায় তার বাহিনী বুধবার সোমালি শহরের ডুলোতে একটি ঘাঁটিতে আল-শাবাবের একটি হামলা ব্যর্থ করেছে।

ইথিওপিয়ার পররাষ্ট্র মন্ত্রক টুইট করেছে, "ইথিওপিয়ার ন্যাশনাল ডিফেন্স ফোর্স আক্রমণকারীরা ধ্বংসযজ্ঞ চালানোর আগেই তাদের ট্র্যাক থামিয়ে দিয়েছে।"

তারা আরো বলেছে, "ইএনডিএফ আত্মঘাতী বোমা হামলাকারীদের নিষ্ক্রিয় করেছে এবং সন্ত্রাসী গোষ্ঠীর ব্যবহারযোগ্য অস্ত্রগুলি ধ্বংস করেছে।"

এর আগে, ডুলোর বাসিন্দারা জানিয়েছেন যে স্থানীয় সময় সকাল ১০টার পর বুধবার শহরের বাইরে একটি ইথিওপিয়ান সামরিক ঘাঁটি লক্ষ্য করে দুটি বিস্ফোরণ ঘটে।

নিরাপত্তার কারণে পরিচয় প্রকাশে অনিচ্ছুক একজন বাসিন্দা বলেন, প্রথম বিস্ফোরণটি ঘাঁটির প্রবেশপথের একটি তল্লাশি চৌকিতে ঘটেছিল, তবে দ্বিতীয় বিস্ফোরণটি প্রথমটির অবস্থান থেকে দূরে হয়েছিল।

বলা হয়, দ্বিতীয় বাসিন্দার দ্বারা রেকর্ড করা একটি ভিডিও ক্লিপে দেখা যায় যে প্রথম বিস্ফোরণের স্থান থেকে ধোঁয়া উঠছে। প্রত্যক্ষদর্শীর রেকর্ডিং এ, দ্বিতীয় বিস্ফোরণের শব্দ শোনা যায়।

ইথিওপিয়া আল-শাবাবের বিরুদ্ধে লড়াই করতে এবং সীমান্ত রক্ষা করতে সোমালিয়ায় হাজার হাজার সৈন্য মোতায়েন করে। সৈন্যরা সোমালি সরকারকে সমর্থন করার জন্য আফ্রিকা ইউনিয়ন মিশনের অংশ হিসাবে কাজ করে। ইথিওপিয়াতে আল-শাবাবের বিরুদ্ধে লড়াই এবং তার সীমান্ত রক্ষা করার জন্য সোমালি সরকারের সাথে একটি দ্বিপাক্ষিক চুক্তির ভিত্তিতে এইউ বাহিনীর বাইরে এরা রয়েছে।

একটি বিবৃতিতে, আল-শাবাব হামলার দায় স্বীকার করে বলেছে, তারা আত্মঘাতী বোমা হামলাকারীদের দ্বারা চালিত দুটি গাড়ি-বাহিত নিজেদের তৈরি বিস্ফোরক পাঠিয়েছে।

সরকারি মালিকানাধীন সোমালি ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে যে প্রথম গাড়িটি ঘাঁটির প্রবেশপথে বিস্ফোরিত হয়, যার ফলে "উল্লেখযোগ্য ক্ষতি" হয় এবং চারজন সৈন্য আহত হয়।

XS
SM
MD
LG