অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বলছেন, চীন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমেরিকান সংস্থাগুলোকে চিহ্নিত করছে 


ফাইল ছবি- মানাসাস, ভার্জিনিয়ায় মাইক্রন টেকনোলজি স্বয়ংচালিত চিপ উৎপাদন কারখানার প্রবেশপথ। ১১ ফেব্রুয়ারী, ২০২২।
ফাইল ছবি- মানাসাস, ভার্জিনিয়ায় মাইক্রন টেকনোলজি স্বয়ংচালিত চিপ উৎপাদন কারখানার প্রবেশপথ। ১১ ফেব্রুয়ারী, ২০২২।

বুধবার চীনে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিকোলাস বার্নস বলেছেন, চীন যেসব আমেরিকান সংস্থাগুলিকে লক্ষ্যবস্তু করছে, ওয়াশিংটন এটিকে রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত এবং অন্যায্য বলে মনে করে।
ইউএস মেমরি চিপ প্রস্তুতকারক মাইক্রোন টেকনোলজি ইনকর্পোরেটেড সহ সাম্প্রতিক মাসগুলিতে চীনে বেশ কয়েকটি
আমেরিকান কোম্পানি বর্ধিত নিরীক্ষার সম্মুখীন হয়েছে। চীনের সাইবারস্পেস নিয়ন্ত্রক মে মাসে জানিয়েছিল যে মাইক্রোন টেকনোলজি ইনকর্পোরেটেডকে মূলঅবকাঠামোর অপারেটরদের কাছে বিক্রি করা থেকে বাধা দেওয়া হবে।

ব্যবসায়িক গোষ্ঠীগুলি চীনের প্রস্থান নিষেধাজ্ঞা ব্যবহার বৃদ্ধি, বিদেশী অধ্যবসায়ী সংস্থাগুলির উপর চাপ প্রদান এবং চীনের নতুন পাল্টা গুপ্তচরবৃত্তি বিরোধী আইনের অস্পষ্ট শব্দের বিষয়ে সতর্ক করেছে, যা জাতীয় নিরাপওা সম্পর্কিত যে কোনও তথ্য স্থানান্তর নিষিদ্ধ করে এবং গুপ্তচরবৃত্তির সংজ্ঞাকে বিস্তৃত করে।


বার্নস বলেছেন যে পাঁচটি আমেরিকান কোম্পানিকে সাম্প্রতিক মাসগুলিতে চীনা কর্তৃপক্ষ চিহ্নিত করেছে: মাইক্রোন, ডেলয়েট এবং পরামর্শক প্রতিষ্ঠান বেইন অ্যান্ড কোম্পানি, ক্যাপভিশন ও মিন্টজ গ্রুপ।

XS
SM
MD
LG