অ্যাকসেসিবিলিটি লিংক

সিলেটে সড়ক দুর্ঘটনায় আরও ১ জনের মৃত্যু—নিহতের সংখ্যা বেড়ে ১৫


সিলেট জেলার দক্ষিণ সুরমার নাজির বাজারে ট্রাক ও শ্রমিক বহনকারী পিকআপের মধ্যে সংঘর্ষের ঘটনায় আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ জনে।

বৃহস্পতিবার (৮ জুন) ভোরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় বাদশা মিয়া (২২) নামের আরেকজন মারা যান।

বাদশা মিয়ার বাড়ি সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামে। তাঁর বাবা সায়েদ নূর মিয়া একই দুর্ঘটনায় গতকাল বুধবার (৭ জুন) নিহত হন।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) সুদীপ দাশ বলেন, “সড়ক দুর্ঘটনায় বুধবার ১৪ জন মারা যান। বৃহস্পতিবার ভোরে বাদশা মিয়া নামে আরেক যুবক মারা গেছেন”।

তিনি আরও বলেন, “বাদশা মিয়া হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ জনে। ময়নাতদন্ত ছাড়াই নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে”

উল্লেখ্য, বুধবার ভোর সাড়ে ৫টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমা উপজেলার নাজির বাজার এলাকার কুতুবপুর নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে এবং দিন ১৪ জন মারা যান।

সিলেট থেকে ওসমানীনগরের গোয়ালাবাজারে যাওয়ার জন্য পিকআপে উঠেছিলেন ৩০ জন নির্মাণ শ্রমিক। পথে ভোর সাড়ে ৫টার দিকে দক্ষিণ সুরমায় নাজির বাজার এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে মালবাহী একটি ট্রাকের সঙ্গে তাদের বহনকারী পিকআপের সংঘর্ষে ১৪ জনের মৃত্যু হয়। আহত হন ১২ জন। তাদের মধ্যে বাদশা মিয়া (২২) বৃহস্পতিবার মারা যান।

XS
SM
MD
LG