অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশের কয়েক জেলায় তীব্র তাপপ্রবাহ অব্যাহত—রাজধানী ঢাকায় ক্ষণিক বৃষ্টিতে নগরবাসীর কিছুটা স্বস্তি


বাংলাদেশের রাজশাহী, পাবনা, নওগাঁ, দিনাজপুর, যশোর ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। সিলেট জেলাসহ ঢাকা ও ময়মনসিংহ বিভাগ এবং রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গায় প্রশমিত হতে পারে।

বৃহস্পতিবার (৮ জুন) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের এক বুলেটিনে এই তথ্য জানানো হয়।

এদিকে রাজধানী ঢাকার শহর এলাকায় বৃহস্পতিবার সকালে হওয়া বৃষ্টির ফলে কয়েক দিন ধরে চলা তীব্র গরম থেকে জনজীবনে কিছুটা স্বস্তি নেমে এসেছে।

সকাল থেকেই ঢাকা শহরে আকাশ মুখ ভার ছিল এবং সকালে অফিসগামী মানুষেরা বৃষ্টির মুখে পড়েন। বৃষ্টিপাতের কারণে ঢাকার বেশ কয়েকটি প্রধান সড়কে যানজটের সৃষ্টি হয় এবং ব্যস্ত সময়ে নগরবাসী রাস্তায় আটকা পড়েন।

আবহাওয়া অধিদপ্তরের বুলেটিনে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সারা দেশে দিনের তাপমাত্রা ১-৩ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ ভারতের পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

XS
SM
MD
LG