অ্যাকসেসিবিলিটি লিংক

জামায়াতকে দিয়ে নির্বাচন প্রতিহত করার বিষয়ে বলিয়েছে বিএনপি: হাছান মাহমুদ


বিএনপি: হাছান মাহমুদ
বিএনপি: হাছান মাহমুদ

বাংলাদেশের তথ্য ও সম্প্রচারমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, “বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রধান শরীক হচ্ছে জামায়াত। গতকাল (১০ জুন) বিএনপি জামায়াতকে দিয়ে নির্বাচন প্রতিহত করার কথাগুলো বলিয়েছে।”

রবিবার (১১ জুন) দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন ড. হাছান মাহমুদ। তিনি বলেন, “জামায়াতের সমাবেশ থেকে যেভাবে আস্ফালন করা হয়েছে। এগুলো আসলে জামায়াতের বক্তব্য নয়, বিএনপির বক্তব্য। তারা নির্বাচন প্রতিহত করার কথা বলেছে।”

জামায়াতকে মাঠে নামার সুযোগ দেয়া হলো কেন, জানতে চাইলে ড. হাছান মাহমুদ বলেন, “জামায়াত যেহেতু এখনো নিষিদ্ধ হয়নি; তারা রাজনৈতিক দল হিসেবে সমাবেশের জন্য আবেদন করেছিলো, সেজন্য তাদের অনুমতি দেয়া হয়েছে। তবে জামায়াত যে বক্তব্য দিয়েছে, তা আসলে বিএনপিরও বক্তব্য।”

ড. হাছান মাহমুদ বলেন, “নির্বাচনের বাকি মাত্র ৬ মাস। এসময় সকল রাজনৈতিক দল সভা-সমাবেশ করবে। নির্বাচনের পরিবেশ তৈরি করবে এটাই স্বাভাবিক। সে কারণে বিভিন্ন রাজনৈতিক দল সভা-সমাবেশ করছে। তবে, বিএনপি ও জামায়াতের উদ্দেশ্য তা নয়।”

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

এদিকে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “নিরপেক্ষ সরকারের প্রশ্নে কোনো আপোস হবে না। লড়াই সংগ্রামের মাধ্যমে রাজপথে ফয়সালা হবে।” রবিবার (১১ জুন) দুপুরে গাজীপুর মহানগর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, “ তারা (আওয়ামী লীগ) সকালে বলে এক কথা; বিকেলে বলে আরেক কথা। ঐ দলের সাধারণ সম্পাদক বলছেন, তত্ত্বাবধায়ক সরকার একটি ডেড ইস্যু। কিন্তু না, তত্ত্বাবধায়ক সরকার একটি জীবন্ত ইস্যু। সারাবিশ্ব চায় বাংলাদেশে অবাধ ও নিরপেক্ষ একটি নির্বাচন হোক।”

মির্জা ফখরুল বলেন, “আওয়ামী লীগ নির্বাচন চায় না। তাদের সঙ্গে ফয়সালা হবে রাজপথে।” তিনি আরো বলেন, “মানুষ ন্যায়বিচার পাবে, সাম্য প্রতিষ্ঠা হবে, গরীব আরো গরীব হবে না, ধনী আরো ধনী হবে না, আমরা এমন একটি বাংলাদেশ চেয়েছিলাম। কিন্তু আওয়ামী লীগ আমাদের স্বপ্ন তছনছ করে দিয়েছে। ৭১ সালে যে লক্ষ্যে বাংলাদেশ গড়েছিলাম, সেই বাংলাদেশ ফিরিয়ে দিতে হবে।”

XS
SM
MD
LG