অ্যাকসেসিবিলিটি লিংক

তালিবানের আপত্তি সত্ত্বেও পাকিস্তানে আফগান শরণার্থীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত


ফাইল ছবি—পাকিস্তানের কোয়েটায় কিছু আফগান শরণার্থী একটি অস্থায়ী তাঁবুর নিচে আশ্রয় নিয়েছেন। (৬ সেপ্টেম্বর, ২০২১)
ফাইল ছবি—পাকিস্তানের কোয়েটায় কিছু আফগান শরণার্থী একটি অস্থায়ী তাঁবুর নিচে আশ্রয় নিয়েছেন। (৬ সেপ্টেম্বর, ২০২১)

পাকিস্তানে বসবাসকারী আফগান শরণার্থীদের বিরুদ্ধে দেশটি মাসব্যাপী অভিযান অব্যাহত রেখেছে। যার ফলে প্রয়োজনীয় নথি না থাকার অভিযোগে শত শত আফগানকে আটক করা হচ্ছে।

তালিবান নেতারা পাকিস্তানকে ‘তাৎক্ষনিকভাবে’ এই প্রক্রিয়া বন্ধের অনুরোধ জানিয়েছেন। পাকিস্তানে বসবাসরত আফগান শরণার্থীরা ভয়েস অফ আমেরিকাকে জানিয়েছেন, এই প্রক্রিয়া শুধু যে অব্যাহত রয়েছে তা নয়, বরং সাম্প্রতিক দিনগুলোতে ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি ও সংলগ্ন এলাকাগুলোতে এর তীব্রতা আরও বেড়েছে।

ইসলামাবাদে অবস্থিত আফগানিস্তানের দূতাবাস বৃহস্পতিবার এক টুইটার বার্তায় জানিয়েছে, দূতাবাসের তালিবান কর্মকর্তারা পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রকের কর্মকর্তাদের সঙ্গে দেখা করে “পাকিস্তানে বসবাসরত আফগানদের আটক ও হয়রানির বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, এবং জানিয়েছেন, এসব উদ্যোগ তাৎক্ষনিকভাবে বন্ধ হওয়া উচিৎ।”

“পাকিস্তানি পক্ষ (আগফান) দূতাবাসের নেতৃবৃন্দকে পারস্পরিক সহযোগিতার আশ্বাস দিয়েছে এবং আরো জানিয়েছে, যাদের আইনি নথি নেই, শুধু তাদেরকেই গ্রেপ্তার করা হচ্ছে।”

ইসলামাবাদে নিযুক্ত আফগান দূতাবাসের তালিবান কর্মকর্তা আবদুল করিম হাক্কানি ভয়েস অফ আমেরিকাকে বুধবার জানান, ৩০০-৪০০ আফগানকে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী আটক করেছে।

তিনি আরও জানান, তারা এই ব্যক্তিদের “শিগগির মুক্তির” জন্য পাকিস্তানী কর্মকর্তাদের সঙ্গে দর কষাকষি করার চেষ্টা করছেন।

আফগানিস্তানে সদ্য নিযুক্ত পাকিস্তানের বিশেষ প্রতিনিধি আসিফ দুররানি ভয়েস অফ আমেরিকাকে জানান, যেসব আফগান নাগরিকের “সুষ্ঠু নথি নেই, অথবা যারা ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে পাকিস্তানে থাকছেন, তাদেরকে আটক করার জন্য একটি আইন রয়েছে।”

পাকিস্তানের কর্মকর্তাদের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যমে জানানো হয়েছে, যেসব আফগান নাগরিকদের নথি নেই, তাদেরকে প্রত্যাবাসন করা হতে পারে।

জাতিসংঘের সহায়তায় পাকিস্তান সরকার ২০২১ সালের এপ্রিল থেকে আফগান শরণার্থীদের স্মার্ট কার্ড দেওয়া শুরু করে।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার জানান, পাকিস্তানের ১৩ লাখেরও বেশি নিবন্ধিত আফগান শরণার্থী রয়েছেন।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা জানিয়েছে, প্রায় ৩৭ লাখ আফগান নাগরিক পাকিস্তানে বসবাস করেন।

২০২১ এর আগস্টে তালিবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর প্রায় ১৬ লাখ আফগান পার্শ্ববর্তী দেশগুলোতে পালিয়ে যায়। সংস্থাটির দেওয়া তথ্য অনুযায়ী, তাদের মধ্যে প্রায় ৬ লাখ পাকিস্তানে গেছে।

XS
SM
MD
LG