অ্যাকসেসিবিলিটি লিংক

কিউবায় গুপ্তচর ঘাঁটি পরিচালনার অভিযোগ প্রত্যাখ্যান করেছে চীন


 সিনহুয়া নিউজ এজেন্সি প্রকাশিত এই ছবিতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং (বামে) এবং কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল ডিয়াজ-ক্যানেল বারমুডেজ বেইজিং-এর গ্রেট হল অফ দ্য পিপল-এ একটি স্বাগত অনুষ্ঠানে। ২৫ নভেম্বর, ২০২২। ফাইল ছবি।
সিনহুয়া নিউজ এজেন্সি প্রকাশিত এই ছবিতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং (বামে) এবং কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল ডিয়াজ-ক্যানেল বারমুডেজ বেইজিং-এর গ্রেট হল অফ দ্য পিপল-এ একটি স্বাগত অনুষ্ঠানে। ২৫ নভেম্বর, ২০২২। ফাইল ছবি।

চীন কিউবায় একটি গুপ্তচর ঘাঁটি পরিচালনা করছে- যুক্তরাষ্ট্রের এমন অভিযোগ সোমবার চীন প্রত্যাখ্যান করেছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র ওয়াং ওয়েনবিন এক সংবাদ ব্রিফিং-এ বলেন, অভিযোগগুলো মিথ্যা এবং যুক্তরাষ্ট্র অসংলগ্ন এবং পরস্পরবিরোধী তথ্য দিচ্ছে।

বাইডেন প্রশাসনের এক কর্মকর্তা চীন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্য থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে অবস্থিত কিউবা থেকে গুপ্তচর অভিযান পরিচালনা করছে এমনটি বলার কিছু দিন পরে ওয়াং এই মন্তব্য করেন।

শনিবার একটি টুইটার পোস্টে কিউবার উপ-পররাষ্ট্রমন্ত্রী কার্লোস ফার্নান্দেজ ডি কসিও এই অভিযোগকে “অপমানজনক জল্পনা” বলে অভিহিত করেছেন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন শীঘ্রই বেইজিং সফরে যাওয়ার সম্ভাবনা রয়েছে এমন একটি সময়ে এই ঘটনাগুলো ঘটেছে।

চীনা একটি গুপ্তচর বেলুন যুক্তরাষ্ট্রের ওপর দিয়ে উড়ে যাওয়ায় উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষিতে ফেব্রুয়ারিতে তার চীনে যাওয়ার পূর্ব পরিকল্পনা বাতিল করা হয়েছিল।

এই প্রতিবেদনের কিছু তথ্য এপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।

XS
SM
MD
LG