অ্যাকসেসিবিলিটি লিংক

কলকাতার ট্রাম


কলকাতার ট্রাম
please wait

No media source currently available

0:00 0:02:11 0:00
"কলকাতায় ট্রাম হল একটা এসেন্সিয়াল পাবলিক ট্রান্সপোর্ট ইউটিলিটি; আমাদের ১৫০ বছরের ট্রামের যে ইতিহাস এর সাথে জড়িত রয়েছে, সেটা আমাদের বাঙালীদের কাছে একটা বোনাসের মতো বলতে পারেন। " বলছিলেন একসময়ের ট্রামকর্মী ও বিশেষজ্ঞ দেবাশীষ ভট্টাচার্য।

কলকাতার চেনা ইমেজ-এর কথা মাথায় এলেই চোখের সামনে ভেসে ওঠে ট্রাম। কলকাতার বাঙালীদের শিল্প, সাহিত্য, জীবনচর্চার সাথে ট্রাম অঙ্গাঙ্গীভাবে জড়িত।

কিন্তু আজকের গতিময়তার যুগে কলকাতায় দৈনন্দিন পরিবহন হিসাবে ট্রাম আর অপরিহার্য নয়, বরং যেন নস্টালজিয়ার প্রতীক হয়ে উঠছে।

অন্যদিকে বর্তমান সময়ে যেখানে পরিবেশ দূষণে ভরে উঠছে, সেখানে দাঁড়িয়ে সম্পূর্ণ দূষণহীন যান হিসেবে সারা বিশ্বে আবার ট্রামের প্রাসঙ্গিকতা ফিরে আসছে বারবার।
কলকাতার ট্রাম যা 'সিটি অফ জয়'-এর ঐতিহ্য এবং সাধারণ মানুষের কাছে কম খরচে যাতায়াত করার একটি উপায়, তার বর্তমান অবস্থা ও প্রাসঙ্গিকতা নিয়ে, ভয়েস অফ আমেরিকা-র জন্য এই প্রতিবেদনটি বানিয়েছেন কুনাল চৌধুরী।
XS
SM
MD
LG