অ্যাকসেসিবিলিটি লিংক

ট্রাম্প ফেডারেল অভিযোগে আদালতে হাজিরা দেবেন


সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প নর্থ ক্যারোলাইনা পার্টি কনভেনশনে বক্তৃতা দিচ্ছেন। ১০ জুন ২০২৩।
সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প নর্থ ক্যারোলাইনা পার্টি কনভেনশনে বক্তৃতা দিচ্ছেন। ১০ জুন ২০২৩।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ২০২১ সালে হোয়াইট হাউজ ছেড়ে যাওয়ার পর সংবেদনশীল সরকারি নথির অপ-ব্যবস্থাপনার অভিযোগ এসেছে। এই শুনানিতে যোগ দিতে তিনি সোমবার মায়ামি গেছেন। সেখানে তিনি তার নিজস্ব গলফ ক্লাবে থাকছেন।

মায়ামির ডাউনটাউনের এক ফেডারেল আদালতকক্ষে কড়া নিরাপত্তার মধ্যে মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ৩টায় শুনানি শুরু হবে।

ফেডারেল কর্তৃপক্ষ আদালত ভবনের চারপাশে নিরাপত্তা ব্যবস্থা বাড়িয়েছে। মায়ামির কর্মকর্তা জানান, তারা ট্রাম্পের সমর্থক ও ট্রাম্পবিরোধী বিক্ষোভকারীদের কাছ থেকে আসা সম্ভাব্য সহিংসতা প্রতিরোধ করার জন্য প্রস্তুতি নিয়েছেন।

মায়ামির একটি ফেডারেল গ্র্যান্ড জুরি ট্রাম্পকে ৩৭টি ফৌজদারি অপরাধে অভিযুক্ত করার ৫ দিন পর তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করা হচ্ছে। ট্রাম্পের বিরুদ্ধে ‘ইচ্ছাকৃতভাবে’ জাতীয় নিরাপত্তা সংক্রান্ত গোপন নথি নিজের কাছে রেখে দেওয়ার ৩১টি অভিযোগ আনা হয়েছে, যা দেশটির গুপ্তচরবৃত্তি আইনের পরিপন্থী।

ট্রাম্পের সহযোগী ওয়াল্ট নাউতার বিরুদ্ধেও সরকারী নথি উদ্ধারকাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রথম সাবেক প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প ফেডারেল অভিযোগের সম্মুখীন হয়েছেন। ২ মাসের মধ্যে তাকে দ্বিতীয়বারের মতো অভিযুক্ত করা হল।

মঙ্গলবারের শুনানিতে একজন বিচারক ট্রাম্পকে তার অধিকার সম্পর্কে জানাবেন এবং তার বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনাবেন। আশা করা হচ্ছে, তিনি নিজেকে নির্দোষ দাবি করবেন।

যুক্তরাষ্ট্রে সাধারণত কাউকে গ্রেপ্তার করা হলে, সেদিনই তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। তবে ট্রাম্পের বিষয়টি নজিরবিহীন হওয়া তার কোর্টে হাজিরা দেওয়ার দিনটি ৫ দিনের জন্য বিলম্বিত করা হয়।

প্রেসিডেন্ট থাকাকালীন সময় ট্রাম্প হোয়াইট হাউজ থেকে কিছু নথি নিয়ে এসে মার-আ-লাগোতে তার নিজস্ব বাসভবনে সংরক্ষণ করেন। দেশটির ন্যাশনাল আর্কাইভ বারবার ট্রাম্পের কাছ থেকে সেগুলো ফিরিয়ে নেওয়ার চেষ্টা করলেও তিনি এতে বাধা দেন। সে সময় তার বিরুদ্ধে এ সংক্রান্ত তদন্ত শুরু হয়।

অভিযোগ গঠনের পর ট্রাম্পকে আটক করা হবে না। তার বিরুদ্ধে বিচারিক কার্যক্রম কবে শুরু হবে, তা নিশ্চিত নয়। কয়েকজন বিশেষজ্ঞ ধারণা করছেন, এই প্রক্রিয়া শুরু হতে কয়েক মাস সময় লেগে যেতে পারে। এমন কী এটি ২০২৪ সালের নির্বাচন পর পর্যন্ত স্থগিতও করা হতে পারে।

ট্রাম্পের আইনি সমস্যা বাড়তে থাকলেও তার প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে কোনো বাধা নেই। এমন কী বিচারে তিনি দোষী সাব্যস্ত হলেও প্রচারণা চালিয়ে যাবেন বলে অঙ্গীকার করেছেন ট্রাম্প।

XS
SM
MD
LG