বাংলাদেশের রাজধানী ঢাকার পশ্চিম মেরুল বাড্ডায় মঙ্গলবার (১৩ জুন) নিজ বাসা থেকে বৃষ্টি আক্তার (৩৩) নামে এক নারী ও তাঁর মেয়ে মাদরাসার শিক্ষার্থী সানজা মারওয়াকে (১০) মৃত অবস্থায় পাওয়া গেছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) সাদেক মিয়া বলেন, মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১টার দিকে ৯৯৯ নম্বর থেকে খবর পেয়ে পুলিশ বৃষ্টি ও সানজার মরদেহ উদ্ধার করে হাসপাতালে নেয়।
পুলিশের ধারণা, তাদের ২ জনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বৃষ্টি আক্তারের স্বামী এস এম সেলিমকে আটক করেছে।
বৃষ্টি–সেলিম দম্পতির ৮ মাস বয়সী আরও একটি মেয়ে রয়েছে। পশ্চিম মেরুল বাড্ডায় জমসেদ টাওয়ার নামের একটি ভবনের ৮ম তলায় থাকত পরিবারটি।