অ্যাকসেসিবিলিটি লিংক

চট্টগ্রামে ছাত্রলীগ ও যুবদলের কর্মীদের মধ্যে সংঘর্ষ—৫ জন আহত


চট্টগ্রামে বিরোধী রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) অঙ্গ সংগঠনসমূহের উদ্যোগে তারুণ্য সমাবেশকে কেন্দ্র করে ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ ও বিএনপির যুব সংগঠন যুবদলের কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ জন আহত হয়েছেন।

বুধবার (১৪ জুন) বেলা সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম কলেজ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে যুবদলের চান্দগাঁও থানা শাখার কর্মী ফয়সাল সায়েম, মহসিন ও জুনায়েদ রয়েছেন।

আহত যুবদল কর্মী সায়েম জানায়, চান্দগাঁও এলাকা থেকে বাস নিয়ে আমরা কাজীর দেউড়ি এলাকায় তারুণ্যের সমাবেশে যাওয়ার সময় চট্টগ্রাম কলেজ এলাকায় ২০/২৫ জন ছাত্রলীগ কর্মী আমাদের গাড়িকে লক্ষ্য করে ইট–পাটকেল ছুঁড়ে হামলা চালায়। তাদের হামলায় আমাদের কয়েকজন আহত হয়েছেন। পরে আমরা সংগঠিত হয়ে তাদের ধাওযা করি।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের বলেন, ছাত্রলীগ ও যুবদলের মধ্যে সংঘর্ষ হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে।

XS
SM
MD
LG