অ্যাকসেসিবিলিটি লিংক

ঢাকা টেস্টে আফগানিস্তানের বিপক্ষে শান্তর সেঞ্চুরিতে বাংলাদেশের আশার আলো


ঢাকার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যে টেস্ট ক্রিকেট ম্যাচের প্রথম দিনে শত রান করার পর বাংলাদেশের নাজমুল হোসেন শান্ত উদযাপন করছেন। (ছবি মুনির উজ জামান) / এএফপি)
ঢাকার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যে টেস্ট ক্রিকেট ম্যাচের প্রথম দিনে শত রান করার পর বাংলাদেশের নাজমুল হোসেন শান্ত উদযাপন করছেন। (ছবি মুনির উজ জামান) / এএফপি)

আফগানিস্তানের বিপক্ষে ঢাকা টেস্টে সেঞ্চুরি করে স্বাগতিক বাংলাদেশের জন্য আশার আলো জাগিয়েছেন বাঁহাতি ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত। টেস্ট ম্যাচে তৃতীয় সেঞ্চুরি করে শান্ত অসাধারণ ব্যাটিং দক্ষতা প্রদর্শন এবং বাংলাদেশের ইনিংসে ভালো অবদান রাখেন।

শান্তর ১৪৬ ও মাহমুদুল হাসান জয়ের ৭৬ রানের ইনিংসে ঢাকা টেস্টের প্রথম দিনেই ৫ উইকেট হারিয়ে ৩৬২ রানের বড় স্কোর গড়েছে বাংলাদেশ। দেশের মাটিতে শান্তর এটি প্রথম টেস্ট সেঞ্চুরি। অন্যদিকে জয়েরও এটি তৃতীয় ফিফটি।

টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় সফররত আফগানিস্তান। তাদের শুরুটাও হয়েছিল দারুণ। মাত্র ১ রানে জাকির হাসানকে আউট করে তারা দ্রুত সাফল্য পায়। জাকির হাসানকে আউট করা পেসার নিজাত মাসুদের ডেলিভারিটিও ছিল দারুণ। লেগ স্টাম্প লাইনে পড়ে অফ স্টাম্পঘেঁষা লাইন দিয়ে বেরিয়ে যাওয়া বলেই খোঁচা দেন জাকির। আফগান খেলোয়াড়রা ক্যাচ-বিহাইন্ডের আবেদন করলেও আম্পায়ার সেই আবেদন খারিজ করে দেন। পরে টেলিভিশন রিপ্লেতে স্পষ্টভাবে দেখা যায় বলটি ব্যাট স্পর্শ করেছে। নিজাত মাসুদ তাঁর টেস্ট ক্যারিয়ারের প্রথম বলেই একটি উইকেট পান।

প্রথম দিকের এই ধাক্কা সত্ত্বেও বাংলাদেশের ব্যাটিং লাইন আপ স্থিতিশীল ছিল। শান্ত ও জয় দ্বিতীয় উইকেটে ২১২ রানের অসাধারণ জুটি গড়েন। তাদের ব্যাটিং ওডিআই ইনিংসের মতো ছিল। জয় ১৩৭ বলে ৭৬ রান করে আউট হয়ে গেলে এই জুটি ভেঙে যায়।

জয় ও শান্ত আউট হওয়ার পর মুমিনুল হক বা লিটন দাস দলকে তেমন এগিয়ে নিতে পারেননি। তবে এখনো অপরাজিত আছেন মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজ। ৪৩ রানে মিরাজ ও মুশফিক অপরাজিত ৪১ রানে। এই জুটি সংগ্রহ করেছে ৭২ রান।

বাংলাদেশের গুরুত্বপূর্ণ দুই খেলোয়াড় তামিম ইকবাল ও সাকিব আল হাসান ইনজুরির কারণে চিকিৎসাধীন থাকায় ঢাকা টেস্টে খেলছেন না।

একইভাবে, আফগানিস্তানও তাদের তারকা খেলোয়াড় রশিদ খানকে ছাড়াই খেলছে। তিনি চোটের কারণে খেলছেন না।

XS
SM
MD
LG