অ্যাকসেসিবিলিটি লিংক

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যুদ্ধাপরাধী হাজতির মৃত্যু


ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে বৃহস্পতিবার (১৫ জুন) ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের কারাবন্দী এক যুদ্ধাপরাধী হাজতির মৃত্যু হয়েছে।

মৃত নিজামুল হক মিয়া (৭৬) গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার সাধুহাটি গ্রামের মৃত আব্দুল মান্নান মিয়ার ছেলে।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরাণীগঞ্জ) ডেপুটি জেলার সুভাষ চন্দ্র বালা বলেন, মানবতাবিরোধী অপরাধের দ্বায়ে কারাবন্দী (যুদ্ধাপরাধী) নিজামুল হককে অসুস্থ অবস্থায় হাসপাতালে নেওয়ার পর সেখানে তাঁর মৃত্যু হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, বৃহস্পতিবার ভোরে কেন্দ্রীয় কারাগার থেকে অসুস্থ অবস্থায় কারা কর্তৃপক্ষের নির্দেশে কারারক্ষী মো. সোলায়মান প্রধানসহ কারারক্ষীরা তাঁকে সকাল ৬টা ৮ মিনিটের দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন।

লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।

XS
SM
MD
LG