অ্যাকসেসিবিলিটি লিংক

ইসরাইলি বাহিনীর হাতে পশ্চিম তীরে একজন নিহত, বলছে ফিলিস্তিনিরা


পশ্চিম তীরের শহর নাবলুসের কাছে আল-আইন শরণার্থী শিবিরে খলিল ইয়াহিয়া আনিস (২০)-এর শেষকৃত্যের সময় ফিলিস্তিনি নারীরা শোক করছেন। ১৫ জুন, ২০২৩।
পশ্চিম তীরের শহর নাবলুসের কাছে আল-আইন শরণার্থী শিবিরে খলিল ইয়াহিয়া আনিস (২০)-এর শেষকৃত্যের সময় ফিলিস্তিনি নারীরা শোক করছেন। ১৫ জুন, ২০২৩।

বৃহস্পতিবার ফিলিস্তিনের স্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন, ইসরাইলি বাহিনী অধিকৃত পশ্চিম তীরে একজন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রক ২০ বছর বয়সী খলিল ইয়াহিয়া আনিস নামে ওই ব্যক্তিকে শনাক্ত করেছে।

ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, নাবলুস শহরে অভিযান চালানোর সময় তাদের বাহিনীকে উদ্দেশ্য করে গুলি ছোঁড়া হয় এবং তারা পাল্টা গুলি চালায়।

গত বছর একজন ইসরাইলি সৈন্যকে হত্যার অভিযোগে অভিযুক্ত এক ফিলিস্তিনির বাড়ি ভেঙে ফেলার জন্য ইসরাইলি বাহিনী ওই এলাকায় ছিল।

বৃহস্পতিবারের সহিংসতা কয়েক মাসের উত্তেজনার মধ্যে সর্বসাম্প্রতিক। বিগত কয়েক মাসে পশ্চিম তীরে প্রায় রাতে ইসরাইলি অভিযান এবং ফিলিস্তিনি জঙ্গিদের আক্রমণ অন্তর্ভুক্ত রয়েছে। অন্তত ১৫৯ জন ফিলিস্তিনি এবং ২০ জন ইসরাইলি নিহত হয়েছে।

এই প্রতিবেদনের কিছু তথ্য এপি এবং এএফপি থেকে নেয়া হয়েছে।

XS
SM
MD
LG