অ্যাকসেসিবিলিটি লিংক

ভারত-বাংলাদেশের চিকিৎসকদের উদ্যোগে চর্মরোগ সারাতে নতুন কর্মসূচী


ভারত-বাংলাদেশের চিকিৎসকদের উদ্যোগে চর্মরোগ সারাতে নতুন কর্মসূচী
ভারত-বাংলাদেশের চিকিৎসকদের উদ্যোগে চর্মরোগ সারাতে নতুন কর্মসূচী

চর্মরোগের আধুনিক চিকিৎসা দিতে বড় উদ্যোগ নিচ্ছেন ভারত ও বাংলাদেশের চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার বা ডার্মাটোলজিস্টরা। ত্বকের রোগের নানা ধরন আছে। সংক্রমণজনিত রোগ, ক্ষত, ছুলি-শ্বেতী, সোরিয়াসিস ইত্যাদি। একটা সময় ছিল যখন চর্মরোগ পুরোপুরি সারানো যেত না। কিন্তু এখন চিকিৎসাবিজ্ঞানের উন্নতি অনেক অসম্ভবও সম্ভব হচ্ছে।

ভারত এবং বাংলাদেশের উদ্যোগে যে কর্মসূচি নেওয়া হয়েছে তার নাম ‘বাংলাডার্মাকন ২০২৩’। ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের ডাক্তাররা শুধু নন, ভারতের নানা জায়গায় অভিজ্ঞ চর্মরোগ বিশেষজ্ঞরাও অংশ নেবেন এই কর্মসূচিতে। পশ্চিবঙ্গের উত্তরে শিলিগুড়িতে আগামী ১৬ জুন হিল কার্ট রোডে এক পাঁচতারা হোটেলে একটি সম্মেলনের আয়োজন হতে চলেছে যার নাম ‘বাংলাডার্মাকন ২০২৩’। এই সম্মেলনে বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, শিলচর ও ভারতের আরও কিছু রাজ্যের অভিজ্ঞ ডার্মাটোলজিস্টরা অংশগ্রহণ করবেন। দুই বাংলার চিকিৎসকদের একসঙ্গে এক জায়গায় আনতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

করোনাকালে ত্বকের অসুখের বাড়বাড়ন্ত হয়েছিল। বিশেষত পায়ের গোড়ালি, আঙুলে জ্বালাপোড়া ক্ষত, ঘা হতে দেখা গেছে অনেক রোগীরই। ত্বকের এই অসুখের নাম সোরিয়াসিস। বিশ্বের লক্ষ লক্ষ মানুষ এই ত্বকের সমস্যা নিয়ে জেরবার।

চর্মরোগ হলে অনেকেই লজ্জায় এড়িয়ে যান, অনেকে আবার প্রকাশ্যে আসতেই চান না। একধরনের ট্রমা কাজ করে মনের মধ্যে। চর্মরোগ হলে কোন ডাক্তার দেখাবেন, কোথায় চিকিৎসা করাবেন এই নিয়ে নানা দ্বিধাদ্বন্দ্ব থাকে। সেইসব নিয়ে বিস্তারিত আলোচনা করবেন দুই বাংলার ডাক্তারবাবুরা। কোন রোগের কী চিকিৎসা, লক্ষণ কী কী, কীভাবে সাবধান থাকতে হবে সব নিয়ে বিশদে আলোচনা হবে। ভবিষ্যতের জন্য নানারকম কর্মসূচিও নেবেন দুই দেশের চর্মরোগ বিশেষজ্ঞরা।

XS
SM
MD
LG