বিশ্বের মানচিত্রে অন্যতম গুরুত্বপূর্ণ দেশ যুক্তরাষ্ট্রের গুরুদায়িত্ব তাদের উপর, নিতে হয় বিশ্ব রাজনীতির অতি প্রয়োজনীয় নানা সিদ্ধান্ত। তবু কোমলে-কঠোরে যে বাবার বাস এই প্রেসিডেন্টদের ভেতরে তা প্রকাশ পায় বিভিন্ন ব্যক্তিগত বা আনুষ্ঠানিক মুহূর্তে। জন এফ কেনেডি হোন বা রোনাল্ড রেগান, জর্জ ডব্লিউ বুশ বা বিল ক্লিন্টন, বারাক ওবামা থেকে ডোনাল্ড ট্রাম্প অথবা জো বাইডেন - যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট-রা বিভিন্ন সময়ে ক্যামেরার ফ্রেমে ধরা পড়েছেন নিজেদের সন্তানদের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তে। পিতৃদিবসের উদযাপনে ভয়েস অফ আমেরিকা-র ফটো গ্যালারিতে রইল যুক্তরাষ্ট্রের কয়েকজন প্রেসিডেন্টের তাদের সন্তানদের সঙ্গে সুন্দর কিছু ছবির কোলাজ।
বাবা দিবসঃ সন্তানদের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টরা
৫
প্রেসিডেন্ট বারাক ওবামা বই কিনতে কন্যা সাশা ও মালিয়ার (ডানে) সঙ্গে ক্রেম্বারব্রুকসে এসেছেন। ওয়াশিংটন, ২০১১।
৬
২০১৭ সালের ২৪ এপ্রিলে (ফাইল চিত্র) প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার কন্যা ইভাঙ্কা ট্রাম্পকে সঙ্গে নিয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন কমান্ডার পেগি হুইটসনের সঙ্গে কথা বলছেন।
৭
স্টেট অ্যাটর্নি জেনারেল নির্বাচনে জয়ী ডেমোক্র্যাট বো বাইডেনের সঙ্গে যোগ দিয়েছেন তার বাবা-মা, জিল বাইডেন ও জো বাইডেন, ডি-ডেল। উইলমিংটন, ২০০৬।