বিশ্বের মানচিত্রে অন্যতম গুরুত্বপূর্ণ দেশ যুক্তরাষ্ট্রের গুরুদায়িত্ব তাদের উপর, নিতে হয় বিশ্ব রাজনীতির অতি প্রয়োজনীয় নানা সিদ্ধান্ত। তবু কোমলে-কঠোরে যে বাবার বাস এই প্রেসিডেন্টদের ভেতরে তা প্রকাশ পায় বিভিন্ন ব্যক্তিগত বা আনুষ্ঠানিক মুহূর্তে। জন এফ কেনেডি হোন বা রোনাল্ড রেগান, জর্জ ডব্লিউ বুশ বা বিল ক্লিন্টন, বারাক ওবামা থেকে ডোনাল্ড ট্রাম্প অথবা জো বাইডেন - যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট-রা বিভিন্ন সময়ে ক্যামেরার ফ্রেমে ধরা পড়েছেন নিজেদের সন্তানদের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তে। পিতৃদিবসের উদযাপনে ভয়েস অফ আমেরিকা-র ফটো গ্যালারিতে রইল যুক্তরাষ্ট্রের কয়েকজন প্রেসিডেন্টের তাদের সন্তানদের সঙ্গে সুন্দর কিছু ছবির কোলাজ।
বাবা দিবসঃ সন্তানদের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টরা

১
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জন এফ কেনেডিকে তার পুত্র জন জুনিয়রের সঙ্গে দেখা যাচ্ছে। ১৯৬৩ সাল নাগাদ।

২
রোনাল্ড রেগান ও পুত্র স্কিপার তাদের স্যাক্রেমেন্টোর বাড়ির পিছনের উঠোনে ফুটবল খেলছেন। ১৯৭১।

৩
চেলসি ক্লিন্টন ও প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন হাসছেন। ডেমোক্রেটিক জাতীয় অধিবেশনের শেষ দিনে ডেমোক্রেটিক প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিন্টনের ভাষণ শোনার সময়। ফিলাদেলফিয়ায়। ২০১৬।

৪
Jenna Bush Wedding