অ্যাকসেসিবিলিটি লিংক

গ্রীসে ভয়াবহ নৌকাডুবি, গ্রেফতার ৯ জন


সাম্প্রতিক নৌ-দুর্ঘটনায় বেঁচে ফেরা এক ব্যক্তি বাস থেকে বাইরে তাকিয়ে রয়েছেন। অন্যান্য অভিবাসী ও শরণার্থীদের সঙ্গে তাঁকে এথেন্সে নিয়ে যাওয়া হবে। গ্রীসের কালামাতা বন্দর। ১৬ জুন, ২০২৩।

গ্রীসের দক্ষিণ উপকূলে বুধবার একটি নৌকা ডুবিয়ে দেওয়ায় ৭৮ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনার সঙ্গে যুক্ত ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। মানুষ পাচার ও অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সন্দেহভাজনদের আটকে রাখা হয়েছে।

জাতিসংঘের অভিবাসন এজেন্সির আন্তর্জাতিক অভিবাসন সংক্রান্ত সংস্থার বক্তব্য অনুযায়ী, ১০৪ জনকে উদ্ধার করা গেলেও যে ট্রলারটি উল্টে গিয়ে ডুবে গিয়েছে তাতে অন্তত ৭৫০ জন মানুষ ছিল বলে ধারণা।

দ্য এসোসিয়েটেড প্রেস জানিয়েছে, উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ২৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে , প্রাণে রক্ষা পাওয়া ব্যক্তিদের মধ্যে কয়েকজন এই দুর্ঘটনায় এতটাই ভীত হয়ে রয়েছেন যে, তাদের বিশ্বাস তারা এখনও নৌকাতেই রয়েছেন এবং মারা যেতে চলেছেন।

XS
SM
MD
LG