অ্যাকসেসিবিলিটি লিংক

অক্টোবরে উদ্বোধন হবে ঢাকা মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশ


বাংলাদেশ মেট্রো রেল। (ফাইল ছবি)
বাংলাদেশ মেট্রো রেল। (ফাইল ছবি)

চলতি বছরের অক্টোবর মাসে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ঢাকা মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন করবেন বলে জানিয়েছেন দেশটির সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রবিবার (১৮ জুন) রাজধানী ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে, এমআরটি ৬-এর কার্যক্রম সংশ্লিষ্ট সেমিনারে তিনি এ তথ্য জানান।

গত বছরের ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এমআরটি-৬-এর উত্তরা-আগারগাঁও সেকশনের উদ্বোধন করেন। প্রথমে এই রুটের তিনটি স্টেশন জনসাধারণের জন্য উন্মুক্ত ছিলো। পরে, উত্তরা-আগারগাঁও রুটের ৯টি স্টেশন পর্যায়ক্রমে চালু করা হয়। বর্তমানে ঢাকা মেট্রোরেল সপ্তাহে ছয় দিন, সকাল ৮ টা থেকে রাত ৮টা পর্যন্ত ১২ ঘন্টা চলাচল করছে।

সেমিনারে ওবায়দুল কাদের ঢাকা শহরের পরিবেশ উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “যেখানে সেখানে আবর্জনা ফেলা যাবে না; সব জায়গায় ধূমপান করা যাবে না। স্থান নির্দিষ্ট করা দরকার। ঢাকার আশেপাশে ইটের ভাটা বন্ধ করতে হবে। আমাদের অস্তিত্বের স্বার্থে আমাদের এটি করতে হবে।”

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম; ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস; বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি; জাইকা বাংলাদেশ অফিস-এর প্রধান প্রতিনিধি ইচিগুচি তোমোহাইড সেমিনারে বক্তব্য রাখেন।

XS
SM
MD
LG