অ্যাকসেসিবিলিটি লিংক

ঈদের আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করুন: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান


ঈদুল আজহাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সচিবালয়ে আয়োজিত এক বৈঠকে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন। ১৮ জুন, ২০২৩।
ঈদুল আজহাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সচিবালয়ে আয়োজিত এক বৈঠকে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন। ১৮ জুন, ২০২৩।

ঈদুল আজহার আগে পোশাক শ্রমিকদের জুন মাসের অর্ধেক বেতন এবং ঈদ বোনাস পরিশোধ করতে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতি আহবান জনিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন। রবিবার (১৮ জুন) সচিবালয়ে, ঈদুল আজহাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক শেষে এ আহবান জানান তিনি।

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে, কারখানা মালিকদের পর্যায়ক্রমে ছুটি দিতে বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন। তিনি জানান, “গার্মেন্টস মালিকদের জুন মাসের ১৫ দিনের বেতন এবং ঈদুল আযহার ছুটির আগে, ঈদ বোনাস দিতে বলা হয়েছে। আর, বেতন পরিশোধ-কে কেন্দ্র করে কোনো ধরনের অস্থিরতা এড়াতে, নজরদারি করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।”

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “সুনির্দিষ্ট কারণ ছাড়া, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ, কেউ সড়কে গরু বোঝাই গাড়ি থামাতে পারবে না। যদি কেউ গরু বোঝাই যানবাহন থামানোর সঙ্গে জড়িত থাকে, তবে যত তাড়াতাড়ি সম্ভব স্থানীয় পুলিশ সুপারকে অবহিত করতে হবে এবং ব্যবস্থা নেয়া হবে।”

আসাদুজ্জামান খাঁন বলেন, “সড়ক-মহাসড়কে কোনো পশুর হাট বসতে দেয়া হবে না এবং গরুর হাটে ‘হাসিল’ সাইনবোর্ড থাকতে হবে।” যান চলাচল নিশ্চিত করতে, সড়ক, মহাসড়ক এবং শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট ও মোড়ে পুলিশ ও আনসার সদস্যরা তাদের দায়িত্ব পালন করবেন বলে জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “২৪টি পয়েন্টকে যানজটের জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব স্থানে বিশেষ ব্যবস্থা নেয়া হবে এবং ঈদের ছুটিতে যাত্রীদের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে কাজ করবে।”

নৌপথে দুর্ঘটনা এড়াতে, লঞ্চের ধারণ ক্ষমতার বাইরে অতিরিক্ত যাত্রী নেয়ার বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে বলে জানান বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন ।

XS
SM
MD
LG