অ্যাকসেসিবিলিটি লিংক

গ্রীসে ট্রলার ডুবে পাকিস্তানি নাগরিকদের মৃত্যুর ঘটনায় 'শোক দিবস' পালন করবে পাকিস্তান


গ্রীক উপকূলে জাহাজডুবির পর নিখোঁজ পাকিস্তানের কাশ্মীরের কোটলির বিন্দিয়ান গ্রামের যুবক রাজা আওয়াইসের একটি ছবি সেল ফোনে ধরে রেখেছেন তার বাবা রাজা তারিক। ১৮ জুন, ২০২৩।
গ্রীক উপকূলে জাহাজডুবির পর নিখোঁজ পাকিস্তানের কাশ্মীরের কোটলির বিন্দিয়ান গ্রামের যুবক রাজা আওয়াইসের একটি ছবি সেল ফোনে ধরে রেখেছেন তার বাবা রাজা তারিক। ১৮ জুন, ২০২৩।

গ্রিসের কাছে অভিবাসী বহনকারী একটি নৌকা ডুবে গেলে যাদের প্রাণহানি হয় বলে মনে করা হচ্ছে, তাদের মধ্যে প্রায় ৩০০ পাকিস্তানী ছিল বলে রবিবার তাদের আত্মীয়স্বজন এবং পাকিস্তানের মিডিয়া জানিয়েছে।

প্রায় ৭৫০ জন পুরুষ, মহিলা এবং শিশু বহন করা একটি মাছ ধরার ট্রলার, পূর্ব লিবিয়া থেকে ইতালির উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার পাঁচ দিন পর গত বুধবার ভূমধ্যসাগরে গ্রীক উপকূলে ডুবে যায়।

দুর্ঘটনায় পাকিস্তানের শুধুমাত্র ১২ জন নাগরিক জীবিত ছিল বলে দেশটির পররাষ্ট্র মন্ত্রক এ পর্যন্ত নিশ্চিত করেছে। তারা বলেছে, নিহতদের মধ্যে পাকিস্তানিদের সংখ্যা এবং পরিচয় যাচাই করে দেখা হছে।

রবিবার, পাকিস্তানি নিউজ চ্যানেলগুলি নিহতদের কান্নারত আত্মীয়দের সাক্ষাৎকার প্রচার করে এবং জাহাজডুবির ঘটনায় অন্তত ২৯৮ জন পাকিস্তানি নিহত হওয়ার খবর জানায়। তবে কর্মকর্তারা নিহতের সংখ্যা সম্পর্কে কোনও মন্তব্য করেননি।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের কার্যালয় জানিয়েছে, নিহতদের স্মরণে সোমবার দেশটি জাতীয় শোক দিবস পালন করবে। তবে হতাহতের সংখ্যা সম্পর্কে আর কোনও বিবরণ প্রকাশ করা হয়নি।

শরীফ মানব পাচারের সাথে জড়িত এজেন্টদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেবার নির্দেশ দিয়েছেন, ফেডারেল কর্তৃপক্ষ রবিবার জাহাজডুবির সাথে জড়িত ১০ জন সন্দেহভাজনকে গ্রেপ্তারের খবর দিয়েছে।

ঘনঘন দুর্ঘটনা এবং মাঝে মাঝে সীমান্তরক্ষীদের মারাত্মক গুলি চালনা সত্ত্বেও, দারিদ্র্যপীড়িত পরিবারের হাজার হাজার তরুণ পাকিস্তানি মানব পাচারকারীদের বিপুল পরিমাণ অর্থ প্রদান করে একটি উন্নত জীবনের সন্ধানে অবৈধভাবে ইউরোপে প্রবেশ করার জন্য বিপজ্জ্বনক যাত্রা করে।

XS
SM
MD
LG