অ্যাকসেসিবিলিটি লিংক

ইউক্রেন আটটি গ্রাম পুনর্দখল করেছে, বলছেন কর্মকর্তারা


ডনেটস্ক অঞ্চলের ফ্রন্টলাইনে ইউক্রেনীয় সেনাকে তার অবস্থানে দেখা যাচ্ছে। ১৮ জুন, ২০২৩।
ডনেটস্ক অঞ্চলের ফ্রন্টলাইনে ইউক্রেনীয় সেনাকে তার অবস্থানে দেখা যাচ্ছে। ১৮ জুন, ২০২৩।

  • ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বলেন, রাশিয়া “অধিকৃত অঞ্চল হারাবে।”

  • রবিবার ইইউ শিল্প প্রধান থিয়েরি ব্রেটন ফরাসি দৈনিক লে প্যারিসিয়েনের সাথে এক সাক্ষাৎকারে বলেন, ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনে অস্ত্র এবং গোলাবারুদ সরবরাহের প্রচেষ্টা জোরদার করছে। তিনি বলেন, “আমরা যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছি যা আরও কয়েক মাস বা তার চেয়েও বেশি সময় চলবে।”

সোমবার ইউক্রেনের উপ-প্রতিরক্ষামন্ত্রী হান্না মালিয়ার বলেন, ইউক্রেনের বাহিনী গত দুই সপ্তাহে জাপোরিঝিয়া অঞ্চলের পিয়াতিখাটকিসহ আটটি বসতি পুনরুদ্ধার করেছে।

মালিয়ার বলেন, ইউক্রেনের পাল্টা আক্রমণ শুরু হওয়ার পর থেকে রুশ বাহিনীর দখলকৃত এলাকাগুলোর নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করার লক্ষ্যে ইউক্রেন ১১৩ বর্গকিলোমিটার এলাকা মুক্ত করেছে।

সোমবার রুশ কর্মকর্তারা বলেছেন, ইউক্রেনের সীমান্তের পাশে অবস্থিত রাশিয়ার বেলগোরোড অঞ্চলে গোলাবর্ষণে সাতজন বেসামরিক মানুষ আহত হয়েছে।

আরেকজন রুশ কর্মকর্তা বলেছেন, ইউক্রেনের গোলাগুলি কুরস্ক অঞ্চলের দুটি গ্রামে আঘাত হেনেছে।

রবিবার জাতিসংঘ বলেছে, মস্কো কাখোভকা বাঁধ ধসে ক্ষতিগ্রস্ত দক্ষিণ ইউক্রেনের রুশ নিয়ন্ত্রিত এলাকার বাসিন্দাদের সহায়তা করার জন্য তাদের অনুরোধ প্রত্যাখ্যান করেছে এবং প্রয়োজনীয় সরবরাহ পাঠানোর চেষ্টার প্রতিশ্রুতি দিয়েছে।

ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, বাঁধের ধ্বংসের কারণে এই পর্যন্ত ১২ জনের বেশি মানুষ মারা গেছে। ৩১ জন এখনো নিখোঁজ রয়েছে। প্রায় ৯০০টি বাড়ি পানির নিচে রয়ে গেছে এবং ৩,৬০০ জনের বেশি মানুষকে সরিয়ে নেয়া হয়েছে। একটি জলবিদ্যুৎ কেন্দ্রে বাঁধের পতনের ফলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে এবং হাজার হাজার মানুষ গৃহহীন হয়েছে বা অত্যাবশ্যক পরিষেবা ছাড়া অবস্থান করছে। এতে কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে।

এই প্রতিবেদনের কিছু তথ্য এপি, এএফপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।

XS
SM
MD
LG