মঙ্গলবার এফএফডব্লিউসি’র বুলেটিনে বলা হয়েছে, তিনটি নদী স্টেশনে জলস্তর স্থিতিশীল রয়েছে। আর, সব নদীর পানি এখনো বিপদসীমার নীচে প্রবাহিত হচ্ছে। তবে, ব্রহ্মপুত্র-যমুনা এবং গঙ্গা-পদ্মা নদীর পানি বৃদ্ধির প্রবণতা রয়েছে বলে বুলেটিনে উল্লেখ করা হয়। বলা হয়, এই অঞ্চলের সব প্রধান নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে।
এদিকে, আবহাওয়ার পূর্বাভাস সংস্থার বুলেটিনে বলা হয়েছে, “আগামী ২৪ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন অঞ্চলে ভারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। ফলে, এ অঞ্চলের প্রধান নদ-নদীর (সুরমা, কুশিয়ারা, সারি গোয়াইন, ঝালুখালী, ভোগাই-কংস, সোমেশ্বরী, জাদুকাটা) পানি দ্রুত বৃদ্ধি পেয়ে সিলেট ও সুনামগঞ্জ জেলার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি করতে পারে।”
আবহাওয়া দপ্তর আরো জানায়, “আগামী ২৪ ঘণ্টায় তিস্তা, ধরলা ও দুধকুমার অববাহিকা এবং তৎসংলগ্ন উজানে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এ কারণে, এই সময়ে নদীগুলোর পানি দ্রুত বৃদ্ধি পেতে পারে।ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি আগামী ২৪ ঘণ্টায় বিপদসীমার কাছাকাছি প্রবাহিত হতে পারে।
এদিকে, প্রবল বর্ষণ ও উজান থেকে আসা পানির ঢলে কুড়িগ্রামে উত্তরাঞ্চলের ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা, দুধকুমার-সহ ১৬ নদীর পানির উচ্চতা বৃদ্ধি অব্যাহত রয়েছে। পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও, নদী তীরবর্তী নিচু চর এলাকাগুলো প্রতিদিনই প্লাবিত হচ্ছে।
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী, উলিপুর, চিলমারী, রৌমারী, রাজিবপুর ও কুড়িগ্রাম সদর উপজেলার শতাধিক পরিবার বন্যার পানিতে আটকা পড়েছে। এসব এলাকার অধিকাংশ সড়ক পানিতে তলিয়ে যাওয়ায়, বাসিন্দাদের নৌকা ব্যবহার করতে হচ্ছে। নলকূপ ডুবে যাওয়ায়, বিশুদ্ধ খাবার পানির সংকটে পড়েছেন সাধারণ মানুষ।
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবদুল্লাহ আল মামুন জানান, সব নদ-নদীর পানির উচ্চতা বাড়ছে, তবে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী ২২ ও ২৩ জুন এসব নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে বলে জানান তিনি।
আরো বৃষ্টি হতে পারে
এছাড়া রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। আগামী ৭২ ঘণ্টায় সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ১২৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিলেট জেলায়।
আবহাওয়া অফিসের পূর্বাভাসে আরো বলা হয়েছে, একটি পশ্চিমাঞ্চলীয় নিম্নচাপ বাংলাদেশের দক্ষিণাঞ্চল জুড়ে ভারতের পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত অবস্থান করছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সোমবার(১৯ জুন) বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে, ৩৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।