অ্যাকসেসিবিলিটি লিংক

বিশ্বের চতুর্থ দেশ হিসেবে জি-ক্লাউডে যুক্ত হচ্ছে বাংলাদেশ: প্রতিমন্ত্রী পলক


 বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

আগামী বছরের জুনে বিশ্বের চতুর্থ দেশ হিসেবে জি-ক্লাউডে যুক্ত হচ্ছে বাংলাদেশ। এ কথা জানিয়েয়েছেন বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। মঙ্গলবার (২০ জুন) আগারগাঁও-এ আইসিটি বিভাগের সভাকক্ষে ওরাকল ও বাংলাদেশের আইসিটি বিভাগের মধ্যে চুক্তি ঘোষণা অনুষ্ঠানে এ কথা বলেন প্রতিমন্ত্রী।

জুনাইদ আহমেদ পলক বলেন, “ডিজরাপ্টেড টেকনলোজি বিষয়ে দেশের মেধাবী তরুণদের প্রযুক্তিগত সহায়তা ও ফ্রি প্রশিক্ষণ দেবে ওরাকল একাডেমি। দেশে শিল্পবান্ধব প্রযুক্তি ও দক্ষ জনসম্পদ গড়ে তুলতে ‘ব্লেন্ডেড এডুকেশন টাস্কফোর্স গঠন করা হয়েছে। এর সদস্য হিসেবে, শিক্ষা মন্ত্রণালয়সহ সকল মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করবে আইসিটি বিভাগ।”

তিনি আরো বলেন, “স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে; উদ্ভাবনী, সৃজনশীল ও সমস্যা সমাধানকারী দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে হবে। এ লক্ষ্যে, প্রাথমিক শিক্ষা থেকেই কোডিং শেখানোর পাশাপাশি এআই, মেশিন লার্নিং ও ডেটা অ্যানালিটিক্স শেখাতে উদ্যোগ নেবে আইসিটি বিভাগ।”

XS
SM
MD
LG