রুশ কর্মকর্তারা বলেছেন, বৃহস্পতিবার রাতভর ইউক্রেনীয় বাহিনীর হামলায় ক্রাইমিয়া উপদ্বীপের সাথে দক্ষিণ ইউক্রেনের খেরসন অঞ্চলের সংযোগকারী একটি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে।
রাশিয়া ২০১৪ সালে ক্রাইমিয়া দখল করে। আন্তর্জাতিক সম্প্রদায় রাশিয়ার এমন পদক্ষেপ প্রত্যাখ্যান করেছে।
সেতুটি ক্রাইমিয়া এবং রাশিয়ার নিয়ন্ত্রণাধীন ইউক্রেনের অন্যান্য অংশে মধ্যে চলাচলের জন্য রুশ বাহিনী দ্বারা ব্যবহৃত রুটে অবস্থিত।
বুধবার ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে। তারা এমন দেশগুলোকে লক্ষ্য করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যেখানে ব্যবসা প্রতিষ্ঠানগুলো রাশিয়ার সাথে বাণিজ্য চালিয়ে যাওয়ার জন্য পূর্ববর্তী নিষেধাজ্ঞাগুলোর ফাঁকফোকর ব্যবহার করছে এবং কার্যকরভাবে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ১৬ মাসের আক্রমণকে সমর্থন করেছে।
২৭-দেশীয় ইইউ এর আগে রুশ কোম্পানিগুলোর বিরুদ্ধে ১০ দফা নিষেধাজ্ঞা আরোপ করেছিল। সে সময় সম্পদ জব্দ করা হয়েছিল এবং ১ হাজার জনের বেশি কর্মকর্তার ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।
বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন তুরস্ককে নেটোতে সুইডেনের যোগদানকে সমর্থন করার জন্য উৎসাহিত করেছেন।
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের প্রতিক্রিয়ায় সুইডেন এবং ফিনল্যান্ড সদস্যপদ পাওয়ার জন্য আবেদন করেছে। ফিনল্যান্ড আনুষ্ঠানিকভাবে এপ্রিলে যোগদান করেছিল, কিন্তু সুইডেনের যোগদান তুরস্কের আপত্তির কারণে আটকে আছে। তুরস্ক বলেছে, তারা যে গ্রুপগুলোকে সন্ত্রাসবাদী হিসেবে বিবেচনা করে সেগুলোর বিরুদ্ধে সুইডেনের পদক্ষেপের অভাব ছিল।
লিথুনিয়ার ভিলনিয়াসে নেটো নেতাদের একটি শীর্ষ সম্মেলনের তিন সপ্তাহ বাকি আছে। সুইডেন আশা প্রকাশ করেছে, তারা নেটো জোটে যোগ দিতে সক্ষম হবে।
এই প্রতিবেদনের কিছু তথ্য এপি, এএফপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।