অ্যাকসেসিবিলিটি লিংক

নারী ও মেয়েদের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জাতিসংঘের আহ্বানে সাড়া দেয়নি তালিবান


ফাইল- আফগান নারীরা কাবুলে নারীদের একটি লাইব্রেরীর উদ্বোধনী মূহুর্তে , আগস্ট ২৪, ২০২২।
ফাইল- আফগান নারীরা কাবুলে নারীদের একটি লাইব্রেরীর উদ্বোধনী মূহুর্তে , আগস্ট ২৪, ২০২২।

জাতিসংঘ দারিদ্রপীড়িত আফগানিস্তানে নারীদের উপর থেকে তাদের কথায়, “ শাস্তিমূলক নিষেধাজ্ঞা “প্রত্যাহার করার জন্য নতুন করে যে আহ্বান জানিয়েছে তালিবান আজ বৃহস্পতিবার তা নাকচ করে দিয়েছে।

এই প্রত্যাখানের ঠিক একদিন আগেই জাতিসংঘের নিরাপত্তা পরিষদেকে জানানো হয় যে নিষেধাজ্ঞা আফগান নারী ও মেয়েদের শিক্ষা ও কর্মের নাগাল পাওয়া থেকে এবং বৃহত্তর অর্থে জনজীবনে অংশগ্রহণ করা থেকে বঞ্চিত করছে।

২০২১ সালে পুণরায় আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়ার পর থেকে তালিবান মেয়েদের বিশ্ববিদ্যালয়ে যাওয়া এবং কিশোরীদের ৬ষ্ঠ শ্রেণীর উপরের ক্লাসে পাঠগ্রহণের উপর নিষেধাজ্ঞা আরোপ করে। তারা সরকারি ক্ষেত্রে নারী কর্মচারিদের বাড়িতে থাকার আদেশ দিয়েছে। নারীদের পার্ক ও জিমে যেতেও নিষেধ করা হয়েছে।

জাতিসংঘের সমালোচনার জবাবে কাবুলে তালিবান সরকারের পররাষ্ট্র মন্ত্রক সেই সব মন্তব্যকে দেশের অভ্যন্তরীন বিষয়ে হস্তক্ষ বলে অভিহিত করেছে।

তালিবান সরকারের আনুষ্ঠানিক নাম ব্যবহার করে ঐ বিবৃতিতে বলা হয়, “ইসলামিক আমিরেত আফগানিস্তান এমন আন্তর্জাতিক নিয়ম-নীতি ও দায়দায়িত্বের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ যা ইসলামি আইনের নীতির সঙ্গে সাংঘর্ষিক নয়, আফগানিস্তানের সাংস্কৃতিক নিয়ম কিংবা আমাদের জাতীয় স্বার্থকে ক্ষুন্ন করে না।”

বিবিৃতিতে আরও বলা হয়, “ সুতরাং আমরা সংশ্লিষ্ট সবাইকে হস্তক্ষেপ না করার নিয়মের প্রতি সম্মান প্রদর্শন এবং আমাদের শাসন করার নিয়ম ও আইনসহ আমাদের অভ্যন্তরীন বিষয়ে হস্তক্ষেপ করার সকল প্রচেষ্টা বন্ধ করতে বলছি।

বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে ব্রিফিংদেয়ার সময়ে আফগানিস্তানে জাতিসংঘেসহযোগিতা মিশনের সাবেক প্রধান রোজা ওতুনবায়ভো তাঁর সংগঠন এবং অন্যান্য সংস্থায় স্থানীয় নারীদের চাকরি দেয়া নিষিদ্ধ করার বিষয়টির তীব্র সমালোচনা করেন।

XS
SM
MD
LG