ভারতে বিহারবে পাটনায় শুক্রবার, ২৩ জুন বিরোধী শিবিরের মহা বৈঠকের সুর বেঁধে দিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর পরামর্শেই বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার পাটনায় শুক্রবার বিরোধী দলগুলিকে আমন্ত্রণ জানিয়েছিলেন। বেলা ১১ টা থেকে বিকাল সাড়ে তিনটে পর্যন্ত বৈঠক চলে।
বৈঠক শেষে নেতাদের যৌথ সাংবাদিক সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আজকের বৈঠক খুবই গুরুত্বপূর্ণ রূপ নিয়েছে। বৈঠকে চারটি বিষয়ে আমরা সহমত হয়েছি। তা হল, আমরা সবাই একত্রে আছি। দুই, লোকসভা ভোট আমরা জোট বেঁধে লড়াই করব। তিন. কেন্দ্রের মোদী সরকারের কালা কানুন প্রয়োগ, এবং অবিজেপি বিরোধী শাসিত রাজ্যগুলির উপর দমনপীড়নের ঘটনায় আমরা সবাই এক জোট হয়ে লড়াই কবব। চার. পরের বৈঠক আগামী মাসে সিমলায় হবে।"
নীতীশ জানান, পরের বৈঠকের আহ্বায়ক কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। কংগ্রেস সভাপতি জানান, সিমলায় ১২-১২ জুলাই বৈঠক হতে পারে। সব দলের সঙ্গে আলোচনা করে দিন চূড়ান্ত করা হবে।
তৃণমূল নেত্রী এদিন বলেন, "আমরা নিজেদের বিরোধী পক্ষ বলে মনে করি না। আমরা হলাম দেশ রক্ষার পক্ষ। বিজেপি দেশকে ভাঙতে চায়।" মমতা আরও বলেন, "আগামী লোকসভা নির্বাচনে বিজেপিকে হারাতে না পারলে মহাবিপদ। আবার যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে দেশে আর ভোটই হবে না। তাই আগামী নির্বাচনে স্বৈরতান্ত্রিক সরকারের পতন চাই। জয় আমাদের হবেই।"
তবে আসন বোঝাপড়া, একের বিরুদ্ধে এক প্রার্থী দেওয়ার বিষয়ে মমতা এদিন কিছু বলেননি। বিহারের মুখ্যমন্ত্রী এই ব্যাপারে বলেন, "সিদ্ধান্ত হয়েছে সব রাজ্যে আমরা একসঙ্গে বিজেপির বিরুদ্ধে লড়াই করব। আশাকরি সিমলার বৈঠকেই ঠিক হয়ে যাবে কোন দল কোন রাজ্যে কত আসনে লড়াই করবে।"
এদিন বৈঠকে মমতা নেতাদের উদ্দেশে বলেন, "সবাইকে উচ্চাকাঙ্ক্ষা ছাড়তে হবে।" সেই সুরেই সাংবাদিক বৈঠকে রাহুল গান্ধী নমনীয়তার কথা বলেছেন। কংগ্রেস নেতা বলেন, "আমরা এক সঙ্গে লড়াই করব, এই সিদ্ধান্ত হয়েই গেছে। এবার রাজ্যে রাজ্যে খোলা মনে, নমনীয় অবস্থান নিয়ে আলোচনা শুরু করতে হবে।"