অ্যাকসেসিবিলিটি লিংক

ইউক্রেনের পরমাণু স্থাপনায় রুশ হামলার আশঙ্কা, সতর্ক করলেন জেলেন্সকি


ইউক্রেনের ডনেটস্ক অঞ্চলের সভিটোগির্স্ক শহরে ,সভিটোগির্স্ক অর্থোডক্স গির্জার পাশে সেতুর ধ্বংসাবশেষ পরিষ্কার করছেন শ্রমিকরা; ২২ জুন ২০২৩।
ইউক্রেনের ডনেটস্ক অঞ্চলের সভিটোগির্স্ক শহরে ,সভিটোগির্স্ক অর্থোডক্স গির্জার পাশে সেতুর ধ্বংসাবশেষ পরিষ্কার করছেন শ্রমিকরা; ২২ জুন ২০২৩।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকি বৃহস্পতিবার বলেন, তিনি আশঙ্কা করছেন যে, রাশিয়া হয়তো ইউক্রেনের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলার প্রস্তুতি নিচ্ছে। এটি ইউরোপের বৃহত্তম পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র।

দিনের বক্তব্যে প্রেসিডেন্ট জেলেন্সকি বলেন,”জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকে অবশ্যই সম্পূর্ণ দখল মুক্ত করতে হবে। এমন স্থাপনায় রুশ দখলদারিত্বের প্রতি,এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন স্থাপনায় এবং এই অঞ্চলে রাশিয়ার খোড়াখুড়ির প্রতি যারা চোখ বন্ধ করে রেখেছে, তারা কেবল রাশিয়ার অপকর্মকে সহায়তা করছে না; তারা সার্বিকভাবে সন্ত্রাসকে মদত দিচ্ছে।”

এই ধরনের হামলার ভয়াবহ ফলাফলের বিষয়ে সতর্ক করেন জেলেন্সকি। ইউক্রেনের এই নেতা বলেন,”বিকিরণ দেখবে না কে নিরপেক্ষ; বিশ্বের যে কারো কাছেই তা পৌছাতে পারবে।”

রাশিয়ার কর্মকর্তারা বৃহস্পতিবার জানিয়েছেন, ইউক্রেনীয় বাহিনীর রাতভর হামলায়,দক্ষিণ ইউক্রেনের খেরসন অঞ্চলের সঙ্গে ক্রাইমিয়া উপদ্বীপের সংযোগ রক্ষাকারী একটি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে।

চোঙ্গার সেতু হলো এমন একটি পথ;রাশিয়ার বাহিনী তাদের নিয়ন্ত্রণে থাকা ইউক্রেনের নানা অংশ ও ক্রাইমিয়ার মধ্যে যাতায়তে ব্যবহার করে। ২০১৪ সালে ক্রাইমিয়া দখল করে নেয় রাশিয়া। দখলের পর থেকে, আন্তর্জাতিক সম্প্রদায়ের বেশিরভাগ সদস্য এই দখলকে প্রত্যাখ্যান করে আসছে।

রাশিয়ার সরকারি বার্তা সংস্থা আরআইএ-নভোস্তি জানিয়েছে, তদন্তকারীরা বলেছে, এই সেতুতে চারটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। আর, এগুলোর একটার ধ্বংসাবশেষে, ফ্রান্সে-তৈরি বলে চিহ্ন রয়েছে। ক্রাইমিয়া পার্লামেন্টের চেয়ারম্যান ভ্লাদিমির কনস্ট্যান্টিনভ বলেছেন, সেতুর মারাত্মক কোনো ক্ষতি হয়নি। আশা করা হচ্ছে, কয়েক দিনের মধ্যে এটি মেরামত করা যাবে।

যেমনটা হয়ে থাকে, এ ক্ষেত্রেও ইউক্রেন এই হামলার দায় স্বীকার করেনি।তবে, প্রতিরক্ষা বিভাগের এক মুখপাত্র শুধু বলেছেন, “যদি তারারা জ্বলে, তার মানে হলো, এর একটা কারণ রয়েছে। তাই না? আমরা শুধু বলতে পারি যে, এমন ঘটনা অব্যাহত থাকবে।”

XS
SM
MD
LG