ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস জানিয়েছেন যে বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) অনুসরণ করে,দক্ষিণ সিটিতে অধিভুক্ত নতুন ১৮ ওয়ার্ডের সড়ক নেটওয়ার্ক সৃষ্টি করা হবে। রবিবার (২৫ জুন) সকালে ডেমরার কয়েতপাড়া এলাকায় এক অনুষ্ঠানে এ কথা জানান তিনি।
ব্যারিস্টার তাপস বলেন , “আমরা পরিকল্পিত নগরায়নের দিকে নজর দিয়েছি। এজন্য আমরা মহাপরিকল্পনা প্রণয়ন করছি। এরই মধ্যে বিশদ অঞ্চল পরিকল্পনায় তা অন্তর্ভুক্ত হয়েছে। তা অনুসরণ করে আমাদের নতুন ১৮ ওয়ার্ডের পুরো সড়ক ব্যবস্থাপনা বা সড়ক নেটওয়ার্ক সৃষ্টি করা হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রমের প্রস্তুতি আমরা সম্পন্ন করেছি।”
তিনি বলেন, “রাজস্ব আয় বাড়ার কারণে, নতুন ১৮ ওয়ার্ডের জন্য নিজস্ব অর্থায়নে অনেক কাজ সম্পাদন সম্ভব হবে।” ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এরই মধ্যে এক হাজার কোটি টাকার বেশি রাজস্ব আয় করেছে বলে জানান মেয়র তাপস।