অ্যাকসেসিবিলিটি লিংক

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী ‘রাশিয়ার পরাজয় ত্বরান্বিত করতে’ ইইউ সমর্থনের আহ্বান জানিয়েছেন


ডনেটস্ক অঞ্চলে সুইডিশ সিভি নাইন্টি সাঁজোয়া যানে একজন ইউক্রেনীয় সৈনিককে দেখা যাচ্ছে। ২৫ জুন, ২০২৩।

  • অস্ট্রেলিয়া ইউক্রেনে ৭ কোটি ৪০ লাখ ডলারের নতুন সামরিক সহায়তা পাঠাচ্ছে। প্যাকেজের মধ্যে রয়েছে সাঁজোয়া যান, বিশেষ অভিযানের যান এবং ট্রাক।

  • ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রক বলেছে, মিত্ররা ১৭ হাজারের বেশি ইউক্রেনীয় সৈন্যকে প্রশিক্ষণ দিয়েছে এবং ২০২৪ সালের মধ্যে এই সংখ্যা ৩০ হাজারে পৌঁছাতে পারে।

সোমবার ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দমিত্রো কুলেবা ইউক্রেনের প্রতি সমর্থন বৃদ্ধির জন্য ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়েছেন। ইইউ ইউক্রেনের সামরিক সহায়তার অর্থায়নের জন্য ব্যবহৃত একটি তহবিলে সাড়ে তিনশো কোটি ডলার প্রদান করেছে।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে কুলেবা ইইউ ফরেন অ্যাফেয়ার্স কাউন্সিলের একটি সভায় ভাষণ দিয়েছেন। পরে তিনি টুইট করেন যে তিনি “ইউক্রেনের প্রতি সমর্থন বৃদ্ধি করে রাশিয়ার পরাজয় ত্বরান্বিত করার জন্য ইইউকে আহ্বান জানিয়েছেন।”

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতির প্রধান জোসেপ বোরেল বলেন, ইউক্রেনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হচ্ছে।

রবিবার এনবিসির প্রোগ্রাম মিট দ্য প্রেস-এর সাথে দেয়া সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন, ওয়াগনার আধাসামরিক বাহিনীর যোদ্ধাদের দ্বারা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি নজিরবিহীন চ্যালেঞ্জ পুতিনের নেতৃত্বের শক্তিতে নতুন “ফাটল” উন্মোচিত করেছে যা কার্যকর হতে কয়েক সপ্তাহ বা কয়েক মাসে সময় লাগতে পারে।

ব্লিংকেন ওয়াগনার গ্রুপের বিদ্রোহ এবং এর পরবর্তী সংকটকে রাশিয়ার “অভ্যন্তরীণ বিষয়” হিসেবে চিহ্নিত করেছেন।

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী ওলেক্সি রেজনিকভ বলেন, তিনি রবিবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রীর সাথে একটি ফোন কলে রাশিয়ার অশান্ত অবস্থা নিয়ে আলোচনা করেছেন, রাশিয়ার কর্তৃপক্ষকে “দুর্বল” হিসেবে অভিহিত করে বলেছেন, ব্যাপারগুলো “সঠিক পথে এগোচ্ছে।”

এই প্রতিবেদনের কিছু তথ্য এপি, এএফপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।

XS
SM
MD
LG