প্রতি রবিবার অমিতাভ বচ্চনের অনুরাগীদের জন্য বিশেষ দিন। কারণ সেদিন ‘জলসা’র বাইরে এসে ভক্তকুলের সঙ্গে দেখা করেন সকলের প্রিয় বিগ বি। প্রিয় সুপারস্টারকে একবার দেখার জন্য প্রতি রবিবার তাঁর জুহুর বাড়ির বাইরে এসে হাজির হন অনুরাগীরা। এই রবিবার, অর্থাৎ ২৫ জুনও তার ব্যতিক্রম হয়নি। কিন্তু সেদিন অমিতাভ বচ্চনের পায়ের দিকে তাকিয়ে চমকে গেছেন অনেকেই। আসলে, এতদিন পর প্রথা ভেঙেছেন সিনিয়র বচ্চন। সাধারণত ভক্তদের সঙ্গে দেখা করার জন্য বাড়ির বাইরে খালি পায়ে বেরিয়ে আসেন অমিতাভ। কিন্তু গত রবিবার তাঁর পায়ে ছিল জুতো। সাদা সেই স্নিকার্সের দিকেই চোখ আটকে গিয়েছিল অনুরাগী থেকে শুরু করে পাপারাজ্জিদের।
অবশ্য এদিন জুতো পরে বেরোনোর কারণ নিজেই খোলসা করেছেন বিগ বি। নিজের ব্লগে অমিতাভ লিখেছেন, আসন্ন ছবির জন্য শ্যুটিংয়ে গিয়ে তাঁর পায়ে ফোস্কা পড়েছে। সেই কারণেই নিয়ম ভেঙে জুতো পরতে বাধ্য হয়েছেন তিনি।
এমনিতে প্রতি রবিবার সন্ধ্যা ৬টার সময় ‘জলসা’র বাইরে বেরিয়ে আসেন অমিতাভ। রবিবারও তার অন্যথা হয়নি। কালো ট্রাউজার্স আর রঙচঙে জ্যাকেট পরে নিয়মমাফিক এদিনও বাড়ির বাইরে পা রাখেন তিনি। মাথায় ব্যান্ডানা, চোখে মোটা ফ্রেমের কালো চশমায় সুপারস্টারকে দেখলে বোঝা মুশকিল যে তাঁর বয়স আশি।
নিজের ব্লগে অমিতাভ লিখেছেন, "আজ একটা বড়সড় পার্থক্য রয়েছে, সেটা হল জুতো। জুতো পরতে হয়েছে কারণ গতকাল সারাদিন খালি পায়ে শ্যুটিং করেছি। তারপরে পায়ে ফোড়ার মতো ফুলে গেল, যেগুলোকে ফোস্কা বলে। এর আগে এরকম একটা ঘটনা ঘটেছিল, তাতে দীর্ঘদিন ধরে ভুগেছিলাম, তাই এবার সতর্ক থাকছি।"
বর্তমানে নাগ অশ্বিনের ‘প্রজেক্ট-কে’-এর শ্যুটিংয়ে ব্যস্ত রয়েছে বিগ বি। বিগ বাজেট এই ছবিতে অমিতাভ বচ্চনের সঙ্গে দেখা যাবে প্রভাস এবং দীপিকা পাডুকোনকে। ইতিমধ্যেই ছবির শ্যুটিংয়ের ৭০ শতাংশই শেষ হয়ে গেছে। এছাড়া রিভু দাসগুপ্তের 'সেকশন ৮৪'-এর শ্যুটিংও ফের শুরু করে দিয়েছেন অমিতাভ বচ্চন। ছবিতে তাঁর সঙ্গে দেখা যাবে ডায়ানা পেন্টি, নিমরত কৌর এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।