জাতিসংঘ শান্তিরক্ষা কর্মসূচিকে এগিয়ে নেয়ার লক্ষ্যে একটি সক্ষম পরিবেশ তৈরির ওপর গুরুত্ব আরোপ করে শেষ হলো জাতিসংঘ শান্তিরক্ষা মন্ত্রী পর্যায়ের প্রস্তুতিমূলক বৈঠক। সোমবার (২৬ জুন) বাংলাদেশের রাজধানী ঢাকায়, দুই দিনের এ বৈঠকের সমাপনী অনুষ্ঠিত হয়। বৈঠকে বক্তারা শান্তিরক্ষায় নারীর বর্ধিত ও অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করার জন্য, প্রাসঙ্গিক স্টেকহোল্ডারদের মধ্যে শক্তিশালী অংশীদারিত্ব গড়ে তোলার তাৎপর্য তুলে ধরেন।
বাংলাদেশের সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার; নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি; শান্তি অভিযানের জন্য জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল; ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি, পলিসি অ্যান্ড কমপ্লায়েন্স-এর জন্য জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল; বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক; জাতিসংঘের পুলিশ উপদেষ্টা; কানাডার গ্লোবাল অ্যাফেয়ার্স শান্তি ও স্থিতিশীলতা অপারেশন-এর মহাপরিচালক; উরুগুয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক বিষয়ক মহাপরিচালক অনুষ্ঠানে বক্তব্য দেন।
দুই দিনব্যাপী প্রস্তুতিমূলক বৈঠকে, ‘শান্তি রক্ষায় নারী’ ধারণাকে সামনে রেখে বিভিন্ন বিষয়ের ওপর দৃষ্টি নিবদ্ধ করা হয়। শান্তিরক্ষা মিশনে লিঙ্গ-সমতা নিশ্চিত করতে, সদস্য রাষ্ট্রগুলো যে চ্যালেঞ্জ-এর মুখোমুখি হচ্ছে, তা মোকাবেলা করা, লিঙ্গ-সমন্বিত নীতি প্রণয়নের গুরুত্ব অনুধাবন, লিঙ্গ-সংবেদনশীল নেতৃত্ব, নারী শান্তিরক্ষীদের আত্মত্যাগের স্বীকৃতি, জবাবদিহিতার গুরুত্ব এবং এলসি ইনিশিয়েটিভ ফান্ডের ব্যবহার নিয়ে বিশদ আলোচনা হয় বৈঠকে।
২০২৩ সালের ডিসেম্বরে ঘানায় অনুষ্ঠিত হবে মন্ত্রী পর্যায়ের বৈঠক। এর আগে বিভিন্ন ধারণার অধীনে চারটি প্রস্তুতিমূলক বৈঠক অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে। সিরিজের প্রস্তুতিমূলক প্রথম বৈঠক অনুষ্ঠিত হলো ঢাকায়। এই আয়োজন, শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করা হয়।
জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ফর পিস অপারেশনস, জিন-পিয়েরে ল্যাক্রোইক্স একটি ‘সফল এবং সমৃদ্ধ’ অনুষ্ঠানের জন্য বাংলাদেশ, কানাডা এবং উরুগুয়ে-কে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, “লিঙ্গ-সংবেদনশীল দল গঠনে সংশ্লিষ্ট নেতৃত্বের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা উচিত।”
নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মুহাম্মদ এ মুহিত বলেছেন, “শান্তিরক্ষীদের বিরুদ্ধেও অপরাধ সংঘটিত হয়েছে। এর জন্য জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।” এছাড়া, জাতিসংঘের অপর আন্ডার সেক্রেটারি জেনারেল ক্যাথরিন পোলার্ড অনুষ্ঠানে বক্তব্য দেন।