অ্যাকসেসিবিলিটি লিংক

টরোন্টোর মেয়র নির্বাচনে প্রথমবারের মতো একজন চীনা-কানাডীয় জয়ী


ফাইল ছবি—টরোন্টোর মেয়র নির্বাচনে জয়ী অলিভিয়া চোউ প্রাইড মার্চে এলজিবিটিকিউ সম্প্রদায়ের সদস্যদের অধিকারের প্রতি সমর্থন জানাচ্ছেন (২৫ জুন, ২০২৩, অন্টারিও, কানাডা)
ফাইল ছবি—টরোন্টোর মেয়র নির্বাচনে জয়ী অলিভিয়া চোউ প্রাইড মার্চে এলজিবিটিকিউ সম্প্রদায়ের সদস্যদের অধিকারের প্রতি সমর্থন জানাচ্ছেন (২৫ জুন, ২০২৩, অন্টারিও, কানাডা)

চীনে জন্ম নেওয়া প্রথম কোনো ব্যক্তি হিসেবে টরোন্টোর মেয়র নির্বাচিত হয়েছেন অলিভিয়া চোউ।

ভোট গণনায় দেখা গেছে চোউ মোট ভোটের ৩৭ শতাংশ পেয়েছেন। সাবেক উপ-মেয়র আনা বাইলোয়া ৩২ শতাংশ ভোট পান।

দ্বিতীয় নারী হিসেবে তিনি কানাডার সবচেয়ে বড় শহরের নেতা নির্বাচিত হলেন। তিনি জন টোরির স্থলাভিষিক্ত হবেন। গত অক্টোবরে টোরি টানা তৃতীয় মেয়াদে মেয়র নির্বাচিত হলেও মাত্র ৪ মাস পর তার অধীনস্থ এক কর্মীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ানোর দায় মাথায় নিয়ে পদত্যাগ করেন।

জয়ী হওয়ার পর দেওয়া বক্তব্যে চোউ তার সমর্থকদের উদ্দেশে বলেন, “আরও উন্নত ভবিষ্যতের প্রতি আপনার আস্থা ও আমরা একে অপরের জন্য কী করতে পারি, সে বিষয়টি নিয়ে আপনাদের কারো মনে কোনো প্রশ্ন এসে থাকলে আজ রাতে আপনি উত্তর পেয়ে গেছেন।”

১৩ বছর বয়সে হংকং থেকে অভিবাসন করে কানাডায় আসেন চোউ (৬৬)। তিনি কানাডার সংসদের একজন সাবেক সদস্য ও টরন্টো শহরের কাউন্সিলর। বামপন্থী চোউ ২৭ লাখ বাসিন্দার, ক্রমবর্ধমান আবাসন সংকটে জর্জরিত শহরটিতে ২৫ হাজার সহজলভ্য হাউজিং ইউনিট তৈরির প্রতিশ্রুতিকে ঘিরে তার নির্বাচনী প্রচারণা চালান।

তার জন্য অপেক্ষা করছে টরোন্টো শহরের আরও অসংখ্য সমস্যা, যার মধ্যে আছে ভঙ্গুর ট্রানজিট প্রক্রিয়া ও সহিংস অপরাধ।

এ প্রতিবেদনের কিছু তথ্য এপি, রয়টার্স ও এএফপি থেকে নেওয়া হয়েছে।

XS
SM
MD
LG