অ্যাকসেসিবিলিটি লিংক

বাবা শাহরুখ খানের প্রযোজনা সংস্থা ও 'কাহানি'খ্যাত সুজয় ঘোষের সিনেমায় বড় পর্দায় পা দেবেন সুহানা


বাবা শাহরুখ খানের প্রযোজনা সংস্থা ও 'কাহানি'খ্যাত সুজয় ঘোষের সিনেমায় বড় পর্দায় পা দেবেন সুহানা

শীঘ্রই নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে ভারতীয় পরিচালক জোয়া আখতারের ‘দ্য আর্চিস’। এই সিনেমাটি দিয়েই সিনেমা জগতে পা রাখবেন শাহরুখ-কন্যা সুহানা খান। তবে তার আগেই এবার বড় পর্দাতেও সুহানার প্রথম কাজ ঠিক হয়ে গেল। ‘কাহানি’ খ্যাত সুজয় ঘোষের হাত ধরেই এবার বলিউডে পা রাখতে চলেছেন সুহানা। আর এই কাজে আরও বড় ভূমিকা নিতে চলেছেন সুহানার বাবা শাহরুখ খান। এখনও অবধি যা খবর, তাঁর প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্ট-এর ব্যানারেই নতুন ছবিটি নির্মিত হতে চলেছে।

উল্লেখ্য, ‘বদলা’ ছবি দিয়েই শাহরুখের সঙ্গে প্রথম জোট বেঁধেছিলেন সুজয়। তাপসী পান্নু ও অমিতাভ বচ্চন অভিনীত এই ছবিটি শাহরুখের সংস্থাই প্রযোজনা করেছিল। সমালোচক মহলে বেশ প্রশংসা কুড়িয়েছিল ‘বদলা’। এরপর মাঝে সুজয়ের আর কোনও কাজ আসেনি। তবে ‘লাস্ট স্টোরিজ ২’-র একটি গল্প তিনি পরিচালনা করেছেন, যা আর কিছুদিন পরেই মুক্তি পাবে। মনে করা হচ্ছে, তারপরই সুহানার সঙ্গে সিনেমার কাজ শুরু করবেন সুজয়।

তবে শাহরুখ কি শুধুই প্রযোজনা করবেন নাকি মেয়ের সঙ্গে অভিনয় করতেও দেখা যাবে তাঁকে সে বিষয়ে এখনও অবধি কিছুই জানা যায়নি।

কিছুদিন আগেই ছেলে আরিয়ানের পরিচালনায় বিজ্ঞাপনে অভিনয় করেছেন শাহরুখ। আবার আরিয়ানের প্রথম সিনেমাতেও তিনি ক্যামিও করতে পারেন বলে জানা গিয়েছে।

কিছুদিন আগেই শাহরুখ খান ‘জওয়ান’-এর শ্যুটিং শেষ করেছেন। যা আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পাবে। এরপর দিওয়ালিতে সলমনের ‘টাইগার ৩’-তেও ক্যামিও রোলে দেখা যাবে তাঁকে। তারপর রয়েছে ‘ডানকি’।

XS
SM
MD
LG