অক্টোবর মাসে শুরু হওয়ার পরে প্রায় দেড়মাস ধরে চলবে ভারতের মাঠে বিশ্বকাপ ক্রিকেটের আসর। উদ্বোধন হবে এই বছরের ৫ অক্টোবর ইংল্যান্ড ও নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে। ফাইনাল হবে ১৯ নভেম্বর গুজরাতের আমদাবাদে। ভারত-পাক ম্যাচও আমদাবাদে প্রধানমন্ত্রী মোদীর শহরে আমেদাবাদে। ওই শহরেই থাকেন বোর্ড সচিব জয় শাহ।
এবারের বিশ্বকাপে আয়োজক দেশ হিসেবে ভারত প্রথম ম্যাচ খেলছে না। এমন ঘটনা হয়েছিল ১৯৯৬ সালেও। সেবারও বিশ্বকাপের প্রথম ম্যাচ হয়েছিল ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যে। ভারতীয় দল বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলবে ৮ অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চেন্নাইয়ে।
ভারত বিশ্বকাপের মোট ৫টি লিগ ম্যাচ খেলবে রবিবারে। ২টি ম্যাচ হবে বুধবারে। ১টি করে ম্যাচ বৃহস্পতিবার ও শনিবারে। ভারত রবিবারে মাঠে নামবে অস্ট্রেলিয়া, পাকিস্তান, নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। রবিবার বেশি ভারতের ম্যাচ ফেলার একটাই কারণ, যে টিভি চ্যানেল সম্প্রসারণের দায়িত্ব পেয়েছে তাদের দেওয়া শর্ত। তারা চায় রবিবার ছুটির দিনে খেলা হলে টিভিতে বেশি মানুষ খেলা দেখবেন।
মোট দশটি শহরে বিশ্বকাপের মূলপর্বের ম্যাচগুলি খেলা হবে। তিরুবনন্তপুরম, গুয়াহাটি ও হায়দরাবাদে খেলা হবে প্রস্তুতি ম্যাচগুলি। ভারত হায়দরাবাদ ছাড়া ৯টি শহরে লিগের ম্যাচে মাঠে নামবে।
মোট ৪৮টি ম্যাচের মধ্যে ছয়টি ম্যাচ দিনে হবে। বাকি ৪২টি ম্যাচ হবে রাতে। দিনের ম্যাচ শুরু হবে সকাল ১০টা থেকে। দিনরাতের ম্যাচ শুরু হবে দুপুর ২টো থেকে।
যে ছয়টি ম্যাচ দিনে হবে, সেগুলি হল, বাংলাদেশ বনাম আফগানিস্তান; নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ; কোয়ালিফায়ার এক বনাম দুই; অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড; নিউজিল্যান্ড বনাম পাকিস্তান; অস্ট্রেলিয়া ও বাংলাদেশ।