ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক জানিয়েছেন, পবিত্র ঈদুল আজহার নামাজ উপলক্ষে বৃহস্পতিবার (২৯ জুন) জাতীয় ঈদগাহ ময়দানে কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন যে আইনশৃঙ্খলা রক্ষায় ডিএমপির সাইবার ক্রাইম প্রিভেনশন ইউনিটও সক্রিয় থাকবে।
বুধবার (২৮ জুন) রাজধানী ঢাকার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
গোলাম ফারুক বলেন, “ঈদগাহ মাঠ বোমা নিষ্ক্রিয়কারী ও ডগ ইউনিটের স্কোয়াড এবং সাদা পোশাকের পুলিশ সদস্যদের পাশাপাশি ইউনিফর্মধারীদের মোতায়েন করা হবে। সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পুরো মাঠ এবং এর আশেপাশের এলাকা পর্যবেক্ষণ করা হবে”।
গোলাম ফারুক বলেন, মুসল্লিদের মাঠে জায়নামাজ ও ছাতা ছাড়া আর কিছু না আনতে বলা হয়েছে।
তিনি বলেন, কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) সদস্যরা জঙ্গি গোষ্ঠীগুলোর যেকোনো হুমকি শনাক্তে সজাগ থাকবে। এ ছাড়া, সাইবার ইউনিট অন্য সংস্থার সহযোগিতায় সামাজিক যোগাযোগমাধ্যমে জঙ্গি গোষ্ঠীগুলোর কার্যক্রম পর্যবেক্ষণে নিবিড়ভাবে কাজ করবে।
এক প্রশ্নের জবাবে গোলাম ফারুক বলেন, “আমরা যেকোনো সময় জঙ্গিদের মোকাবিলা করতে প্রস্তুত এবং এখন কোনো জঙ্গি হামলার সুনির্দিষ্ট হুমকি নেই”।