অ্যাকসেসিবিলিটি লিংক

বাঙালির 'মধু কবি'


বাঙালির 'মধু কবি'
please wait

No media source currently available

0:00 0:03:05 0:00
২৯ জুন বাংলার অবিস্মরণীয় কবি, নাট্যকার মাইকেল মধুসূদন দত্ত-র মৃতুদিবস। কলকাতার এক ব্যস্ত চৌরাস্তায় এক পাশে রয়েছে মধুসূদন দত্ত-র সমাধি। তাঁর জন্মদিন ও মৃত্যুদিনে অনুরাগীরা আসেন শ্রদ্ধা জানাতে, তবে পরিবারের কেউ আর তেমনভাবে আসেন না এখন।
"আমি ওনার সঙ্গে মনে মনে যেন কথা বলি, কেমন ছিল তখনকার সময়," ভাঙা বাংলায় ভয়েস অফ আমেরিকা-কে বলছিলেন কলকাতায় মাইকেল মধুসূদন দত্ত-র সমাধির রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা মালি শিবশঙ্কর মাহাতো।
কলকাতা কবি মধুসূদনের স্মৃতিবিজড়িত শহর। কলকাতার ক্রিশ্চান বারিয়াল গ্রাউন্ড, বিশপ কলেজ তাঁর স্মৃতি বহন করছে। বাংলা সাহিত্যের অধ্যাপক, গবেষক, গুণগ্রাহীদের কাছে বাংলা সাহিত্যে মাইকেল মধুসূদন দত্ত যেন এক বিদ্যুৎচ্ছটা। আজও তিনি সমান প্রাসঙ্গিক। তাঁর সাহিত্যভাষা, বিষয়বস্তু, বাংলার সনাতন ইতিহাসের সঙ্গে আধুনিকতার আশ্চর্য মিশেল, বাংলা ভাষার প্রতি তাঁর অকৃত্রিম ভালবাসা, বিশেষত তৎকালীন সামাজিক প্রেক্ষিতে তাঁর রচনা তাঁকে কালোত্তীর্ণ করেছে।
ভয়েস অফ আমেরিকা-র জন্য বাঙালির 'মধু কবি'র সমাধি ঘুরে প্রতিবেদনটি তৈরি করেছেন কুনাল চৌধুরী।
XS
SM
MD
LG