অ্যাকসেসিবিলিটি লিংক

কেমন ক্যারিয়ার চাই?


কেমন ক্যারিয়ার চাই?
please wait

No media source currently available

0:00 0:05:04 0:00

বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া সব শিক্ষার্থীর লক্ষ্য থাকে একটা স্বপ্নের ক্যারিয়ার অর্জন। বাবা মায়ের চাওয়া, স্বজন প্রতিবেশীর চাওয়া, নিজেদের চাওয়া মিলিয়ে সবাই চায় একটা নিশ্চিন্ত ক্যারিয়ার, কাঙ্ক্ষিত জীবিকা। জীবনে জড়িত কত মানুষই না তাকিয়ে আছে এই ঝলমলে মুখগুলোর দিকে! প্রাচ্যের অক্সফোর্ডখ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক স্বপ্ন নিয়ে তুমুল প্রতিযোগিতা পেরিয়ে ভর্তি হবার সুযোগ পায় সীমিত সংখ্যক মেধাবী শিক্ষার্থী। এদের কেউ চান মোটা বেতনের ভাল চাকরি, কেউ ক্যারিয়ারে কম সময় দিয়ে গড়তে চান সুখী সংসার বা নিজের জগত, কেউ গুরুত্ব দিতে চান অর্থের চেয়ে স্বস্তির দিকে– তুষ্ট থাকতে চান সরকারী চাকরি করে, কেউ আবার ক্যারিয়ার গড়তে চান দেশের বাইরে বা বহুজাতিক প্রতিষ্ঠানে– এর মধ্যেই কেউ আবার রাজনীতি করে প্রধানমন্ত্রী হয়ে বদলে দিতে চান গোটা দেশকেই।

ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নানা বিভাগের শিক্ষার্থীর সাথে কথা বলে তাদের ক্যারিয়ার ভাবনা শুনেছেন রোজান খান।

মারজানা সাফাতের প্রতিবেদন।

XS
SM
MD
LG