জাতিসংঘের এই সাংস্কৃতিক সংস্থাটির সদস্যরা বৃহস্পতিবার প্যারিসে জড়ো হচ্ছেন দুই দিনের এক বৈঠক উপলক্ষ্যে। আশা করা হচ্ছে, এই সংগঠনে যুক্তরাষ্ট্রের প্রত্যাবর্তন যাতে গৃহীত হয় তার জন্য একটি ভোট নেয়া হবে।
সংস্থাটির ইসরাইল-বিরোধী পক্ষপাতিত্ব ও অব্যবস্থাপনার অভিযোগে ২০১৮ সালে নিজেকে সরিয়ে নিয়েছিল যুক্তরাষ্ট্র।
এই সংস্থা ত্যাগের আগে যুক্তরাষ্ট্রই ছিল ইউনেস্কোর সর্ববৃহৎ একক অর্থদাতা। সংস্থাটির গড় তহবিলের এক-পঞ্চমাংশ দিত যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এই মাসের শুরুর দিকে বলেছিলেন যে ইউনেস্কোতে ফিরে আসার ইচ্ছা সংস্থাটির নীতি-নির্ধারণে চীনের প্রভাব সম্পর্কে উদ্বেগ থেকে অনুপ্রাণিত হয়েছিল, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং প্রযুক্তি শিক্ষার বিষয়ে।
প্রস্তাবিত প্রত্যাবর্তন পরিকল্পনার অংশ হিসেবে বাইডেন প্রশাসন ২০২৪ সালের ইউনেস্কোর বকেয়ার জন্য ১৫ কোটি ডলার দিতে আগ্রহী।