মির্জা ফখরুল বলেন, “আগে বলা হতো এবং হাসিনা সরকারের লোকেরা এখনো বলে, আমরা সহিংসতা করি। গত কয়েক বছরে আমরা প্রমাণ করেছি, আমরা সহিংসতা করি না। আমরা সহিংসতায় বিশ্বাসী নই। সহিংসতা তারাই (আওয়ামী লীগ) করে, পরে আমাদের ওপরে দোষ চাপানোর চেষ্টা করে।”
বিএনপি মহাসচিব বলেন, “ইতোমধ্যে এটা প্রমাণিত যে বিএনপি কিভাবে আন্দোলন করতে পারে। আন্দোলন কোন ছককাটা জিনিস নয়। জনগণের সম্পৃক্ততার সঙ্গে সঙ্গে দেশের রাজনৈতিক অবস্থার প্রেক্ষাপটে সামগ্রিকভাবে আন্দোলন দানা বাঁধে।”
মির্জা ফখরুল বলেন, “আমাদের বক্তব্য খুব স্পষ্ট। হাসিনা সরকারের অধীনে আমরা কোনো ধরনের নির্বাচনে অংশ নেবো না। আমরা একটা সুষ্ঠু নির্বাচনের জন্য সকল রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলছি, যারা আমাদের সঙ্গে আসতে চান। জামায়াতকে তারাই অবৈধ ঘোষণা করে, আবার তারাই সুযোগ করে দেয় সমাবেশসহ নানা কর্মসূচির জন্য।”
অর্থনৈতিক জোট ব্রিকস-এ যোগ দেয়ার প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, “ব্রিকসেই যাক আর আইএমএফ-এ যাক, দুর্নীতি রোধ করতে না পারলে, হাসিনা সরকার কখনোই সফল হতে পারবে না। আর এটা স্পষ্ট যে তারা দুর্নীতিতে এতটাই নিমজ্জিত হয়েছে, সেখান থেকে তাদের বের হওয়ার কোনো পথ নেই।”
বিএনপি প্রস্তুতি নিয়ে নির্বাচনে আসবে: হাছান মাহমুদ
ঈদের পর সর্বশক্তি দিয়ে সরকার পতনে এক দফা আন্দোলনের বিষয়ে বিএনপি মহাসচিবের ঘোষণার বিষয়ে হাছান মাহমুদ বলেন, “বিএনপি ও মির্জা ফখরুলের মুখে এক দফার আন্দোলন সম্পর্কে আমরা সব সময় শুনতে পাচ্ছি।”
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আরো বলেন, “কিন্তু, তারা কতটুকু আন্দোলন করতে পারবেন, সেটা আমরা জানি।” হাছান মাহমুদ বলেন, “আওয়ামী লীগ সরকারের ভিত্তি জনগণের গভীরে প্রোথিত।”