অ্যাকসেসিবিলিটি লিংক

হলি আর্টিজানে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাবে বাংলাদেশ


হলি আর্টিজান ক্যাফেতে জঙ্গি হামলার সেই বিভিষিকাময় দিনটি।
হলি আর্টিজান ক্যাফেতে জঙ্গি হামলার সেই বিভিষিকাময় দিনটি।

সাত বছর আগে, বাংলাদেশের রাজধানী ঢাকার গুলশান এলাকায়, হলি আর্টিজান ক্যাফেতে জঙ্গি হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাবে বাংলাদেশ। নিহতদের বেশিরভাগই ছিলেন জাপান এবং ইতালির নাগরিক।শনিবার (১ জুলাই) তাদের প্রতি শ্রদ্ধা জানানো হবে।

হলি আর্টিজান ক্যাফে ১২ ঘন্টা অবরুদ্ধ করে, বেশ কিছু মানুষকে জিম্মি করে রেখেছিলো জঙ্গিরা। আটকে পড়া ব্যক্তিদের মধ্যে, ১৭ জন বিদেশি, দুই পুলিশ সদস্য সহ ২২ জনকে হত্যা করা হয়। বাংলাদেশের সবচেয়ে ভয়াবহ এই জঙ্গি হামলায় অন্তত ৫০ জন গুরুতর আহত হন।

নিহতদের মধ্যে ছিলেন; ৯ জন ইতালীয়, ৭ জন জাপানি, একজন ভারতীয়, একজন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান এবং দুইজন বাংলাদেশি নাগরিক।

২০১৬ সালের ১ জুলাই রাতে পাঁচ সশস্ত্র ব্যক্তি ক্যাফেতে হামলা চালায়। এসময় ডিনাররত ব্যক্তিদের জিম্মি করা হয়। একপর্যায়ে তারা একে একে জিম্মিদের হত্যা করতে থাকে।

ইসলামিক স্টেট সন্ত্রাসী গোষ্ঠী হামলার দায় স্বীকার করলেও, বাংলাদেশ সরকার দৃঢ়ভাবে দেশটিতে সংগঠনটির উপস্থিতি অস্বীকার করেছে। ভয়াবহ হামলার পর বাংলাদেশ কর্তৃপক্ষ জঙ্গিদের বিরুদ্ধে অভিযান শুরু করে।

২০১৯ সালের ২৭ নভেম্বর একটি বিশেষ সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনাল, হামলায় জড়িত থাকার দায়ে ৭ জনকে মৃত্যুদণ্ড দেয়। এই মামলা থেকে একজন খালাস পান।

XS
SM
MD
LG