অ্যাকসেসিবিলিটি লিংক

ঘোষণা করা হলো আন্তর্জাতিক প্রেস ফ্রিডম পুরস্কার বিজয়ীদের নাম


বেলজিয়ামের ব্রাসেলসে এক মিডিয়া কনফারেন্সের ব্যানারে সিপিজের লোগো দেখা যাচ্ছে; (ফাইল ফটো) ২৯ সেপ্টেম্বর ২০১৫।
বেলজিয়ামের ব্রাসেলসে এক মিডিয়া কনফারেন্সের ব্যানারে সিপিজের লোগো দেখা যাচ্ছে; (ফাইল ফটো) ২৯ সেপ্টেম্বর ২০১৫।

এই শরতে, জর্জিয়া, ভারত, মেক্সিকো ও টোগোর সাংবাদিকদের ২০২৩ সালের আন্তর্জাতিক প্রেস ফ্রিডম অ্যাওয়ার্ডে ভূষিত করা হবে । বিশ্বজুড়ে সাংবাদিকদের সাহসী কাজের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার দেয়া হয়।

এই পুরস্কার পরিচালনা করে দ্য কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট(সিপিজে)। সংস্থাটি বৃহস্পতিবার, যে চারজন সাংবাদিককে সম্মান জানানো হবে তাদের নাম ঘোষণা করে।

এ বছর যারা এই সম্মান পাচ্ছেন, তারা হলেন; জর্জিয়ার নিকা জিভারামিয়া, ভারতের শাহিনা কে কে, মেক্সিকোর মারিয়া টেরেসা মন্টানো ও টোগোর ফার্দিনান্দ আইতে।

এক বিবৃতিতে সম্মানা প্রাপকদের নাম ঘোষণা করেন সিপিজের প্রেসিডেন্ট জোডি গিন্সবার্গ। তিনি বলেন,”সাংবাদিকদের ওপর হামলা বাড়ছে। তারপরও, সাংবাদিকরা এগিয়ে আসছেন এবং জরুরি বিষয় নিয়ে প্রতিবেদন তৈরি করে যাচ্ছেন। যা আমাদের সকলকে ক্ষমতায়ন করছে।”

এই বছর এই পুরস্কার প্রদানের ৩৩ তম বর্ষপূর্তি হচ্ছে।

গিন্সবার্গ বলেন,”এই বছরের পুরস্কার-প্রাপকদের স্বীকৃতি দিতে পেরে আমরা সম্মানিত। এই দুঃসাহসী সংবাদদাতারা তাদেরকে চুপ করিয়ে দেয়ার অপচেষ্টা সত্ত্বেও, দুর্নীতি, অপব্যবহার ও অপকর্মের মুখোশ খুলে দিতে অক্লান্তভাবে কাজ করে চলছেন।”

XS
SM
MD
LG