অ্যাকসেসিবিলিটি লিংক

ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে নেটোর নেতা নির্বাচন নিয়ে সদস্যরা দ্বিধাগ্রস্ত


নেটোর মহাসচিব জেন্স স্টলটেনবার্গ ব্রাসলেস ‘এর ইউরোপীয় কাউন্সিল ভবনে ইইউ শীর্ষ বৈঠকে যোগ দিতে এসেছেন। বৃহস্পতিবার , জুন ২৯, ২০২৩ ।
নেটোর মহাসচিব জেন্স স্টলটেনবার্গ ব্রাসলেস ‘এর ইউরোপীয় কাউন্সিল ভবনে ইইউ শীর্ষ বৈঠকে যোগ দিতে এসেছেন। বৃহস্পতিবার , জুন ২৯, ২০২৩ ।

নেটোর বর্তমান মহাসচিব জেন্স স্টলটেনবার্গের মেয়াদ এই বছরের শেষের দিকে শেষ হতে যাচ্ছে তাই নেটো নতুন একজন নেতা বেছে নেয়ার চেষ্টা করছে। তবে কিছু সদস্য রাষ্ট্র চায় ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধের মধ্যে পশ্চিমা জোটকে স্থিতিশীলতা প্রদান করতে স্টলটেনবার্গ টিকে থাকুন।

নরওয়ের সাবেক প্রধানমন্ত্রী স্টলটেনবার্গ নয় বছর ধরে নেটোর নেতৃত্ব দিয়েছেন। তার মেয়াদ ইতোমধ্যে দুবার বাড়ানো হয়েছে। অতি সম্প্রতি গত বছর ইউক্রেনে মস্কোর আক্রমণের পরও তার মেয়াদ বাড়ানো হয়েছে।

এই মাসের শুরুতে ওয়াশিংটনে মহাসচিবকে আমন্ত্রণ জানিয়েছিলেন যুক্তরাষ্ট্রের জো বাইডেন। সে সময় তিনি স্টলটেনবার্গের কাজের প্রশংসা করেছিলেন।

স্টলটেনবার্গের মেয়াদ সেপ্টেম্বরে শেষ হওয়ার কথা। ঐতিহ্যগতভাবে নেটোর মহাসচিব ইউরোপীয় হয়ে থাকেন, কিন্তু নেটো মিত্ররা ৬৪ বছর বয়সী ক্ষমতাসীনের স্থলাভিষিক্ত কে হবেন তা নিয়ে কোন সিদ্ধান্ত নিতে পারছেন না বলে মনে হচ্ছে। ওয়াশিংটনে অবস্থিত সেন্টার ফর ইউরোপিয়ান পলিসি এনালাইসিসের বিশ্লেষক জোয়েল হিকম্যান একথা বলেন।

ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন দৌড়ে এগিয়ে আছেন বলে মনে হচ্ছে। ওয়াশিংটনে সাম্প্রতিক সফরে তিনি কিয়েভের প্রতি তার দেশের সমর্থন তুলে ধরেন।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এবং ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী বেন ওয়ালেসকেও প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হচ্ছে। তবে ওয়ালেস এই সপ্তাহে বলেছেন, তিনি মনে করেন না যে, তিনি ওই শীর্ষ পদের জন্য সম্ভাব্য প্রার্থী।

লিথুনিয়ার ভিলনিয়াসে ১১ এবং ১২ জুলাই নেটোর বার্ষিক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা।

বিশ্লেষকরা বলছেন, যিনিই নেটোর নেতৃত্ব দেবেন, তিনি ইউরোপে বড় আকারের স্থলযুদ্ধ; পারমাণবিক বিস্তারের বিপদ; একটি ক্রমবর্ধমান দৃঢ়প্রত্যয়ী চীন; এবং সাইবার ও মহাকাশ প্রযুক্তিতে প্রতিযোগিতার নতুন রূপসহ অসংখ্যা চ্যালেঞ্জের মুখোমুখি হবেন।

XS
SM
MD
LG