অ্যাকসেসিবিলিটি লিংক

জনগণের ভাগ্য পরিবর্তন করাই আমার লক্ষ্য: টুঙ্গিপাড়ায় শেখ হাসিনা


নিজ জেলা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১ জুলাই, ২০২৩।
নিজ জেলা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১ জুলাই, ২০২৩।

বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে জনগণের অবস্থার উন্নয়নে কাজ করাই তার লক্ষ্য। শনিবার (১ জুলাই) নিজ জেলা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, “বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করাই আমার লক্ষ্য।”

ক্ষমতাসীন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা, স্থানীয় নেতৃবৃন্দ, আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সদস্য, জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। তিনি বলেন, “সরকার ‘আমার বাড়ি, আমার খামাড়’, কমিউনিটি ক্লিনিক, ডিজিটাল বাংলাদেশ, ‘আমার গ্রাম, আমার শহর’সহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে ব্যাপক উন্নয়ন করেছে। পাশাপাশি, প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে।”

শেখ হাসিনা টুঙ্গিপাড়া-কোটালীপাড়া আসনের সংসদ সদস্য। শেখ হাসিনা তার বয়সের কথা উল্লেখ করে রাজনীতি থেকে অবসর নেয়ার ইচ্ছা প্রকাশ করেন। এ সময় স্থানীয় জনগণ তাকে এখন অবসরে না যাওয়ার অনুরোধ করেন।

XS
SM
MD
LG