অ্যাকসেসিবিলিটি লিংক

পশ্চিম তীরে অভিযান চালালো ইসরাইল


অধিকৃত পশ্চিম তীরে জেনিনের জঙ্গি ঘাঁটিতে ইসরাইলি সামরিক অভিযানের সময় ধোঁয়া উড়ছে। ৩ জুলাই, ২০২৩।
অধিকৃত পশ্চিম তীরে জেনিনের জঙ্গি ঘাঁটিতে ইসরাইলি সামরিক অভিযানের সময় ধোঁয়া উড়ছে। ৩ জুলাই, ২০২৩।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার অধিকৃত পশ্চিম তীরে হামলার সময় ইসরাইলি বাহিনী অন্তত ৫ জনকে হত্যা করেছে।

ইসরাইলের সামরিক বাহিনী বলেছে, তারা জেনিন শরণার্থী শিবিরে একটি অভিযান পরিচালনা করেছে। এটিকে তারা জঙ্গিদের জন্য একটি “ইউনিফাইড কমান্ড সেন্টার” বলে অভিহিত করেছে।

অভিযানে ইসরাইলের ড্রোন হামলাও অন্তর্ভুক্ত ছিল।

ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল রিচার্ড হেক্ট বলেন, ইসরাইলি বাহিনী অস্ত্র এবং গোলাবারুদ জব্দ করছে।

তিনি বলেন, “আমরা জায়গাটি ধরে রাখার পরিকল্পনা করছি না,” “আমরা নির্দিষ্ট লক্ষ্যের বিরুদ্ধে কাজ করছি।”

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, নিহতদের পাশাপাশি অন্তত ২৭ জন আহত হয়েছে।

ইসরাইল ওই এলাকায় নিয়মিত অভিযান চালিয়েছে, যার ফলে গত মাসে সাতজন ফিলিস্তিনি নিহত হয়েছে।

গত সপ্তাহে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সংযমের আহ্বান জানিয়েছে এবং ইসরাইলি ও ফিলিস্তিনিদেরকে আহ্বান জানিয়েছে “একতরফা কর্মকাণ্ড যা উত্তেজনাকে আরও বাড়িয়ে দেয় তা থেকে বিরত থাকার জন্য ।”

এই প্রতিবেদনের কিছু তথ্য এপি, এএফপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।

XS
SM
MD
LG