অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতের প্রধানমন্ত্রীর বাসভবনের উপর সন্দেহজনকভাবে ড্রোন উড়ল, তদন্তে নেমেছে দিল্লি পুলিশ


ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। (ফাইল ছবি)

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবন তথা ৭ নম্বর লোক কল্যাণ মার্গের উপর সোমবার ৩ জুলাই ভোরবেলা একটি ড্রোন উড়তে দেখা গিয়েছে। এদিন ভোর ৫ টার সময়ে প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা এসপিজি তথা স্পেশাল প্রোটেকশন গ্রুপের অফিসাররা দিল্লি পুলিশকে জানিয়েছেন, খুবই সন্দেহজনক ভাবে ড্রোনটি উড়তে দেখা গিয়েছে।

হালফিলে ড্রোন বিষয়টি নিরাপত্তার দিক থেকে খুবই বিপজ্জনক হয়ে উঠেছে। গোটা পশ্চিম এশিয়া জুড়ে সন্ত্রাসবাদী কার্যকলাপ আবার বাড়ছে এবং তাদের পরিকল্পনায় ড্রোন ব্যবহার হচ্ছে। অনেক সময়ে তাদের দমনেও ড্রোন ব্যবহার হচ্ছে। মাটি থেকে অনেক উপরে থাকলে অনেক সময়েই ড্রোন চিহ্নিত করা যায় না।

সংবাদ সূত্রের খবর, এসপিজির থেকে অভিযোগ পেয়ে এ ঘটনার তদন্তে নেমেছে দিল্লি পুলিশ। প্রধানমন্ত্রীর বাসভবন তথা পূর্বতন রেস কোর্স রোড চত্বর এবং তার আশপাশে তুঘলক রোড, সফদরজঙ রোড, আকবর রোড ইত্যাদি লুটিয়েন দিল্লির মধ্যে পড়ে। এটা খুবই হাই সিকিউরিটি এলাকা। সেই জায়গায় কীভাবে ড্রোন উড়ল সেটাই চিন্তার কারণ।

পুলিশ সূত্রে বলা হচ্ছে, ড্রোন ওড়ানোর সময়টাও অদ্ভূত। ভোর ৫ টার সময়ে কেউ বিনোদনের জন্য ড্রোন ওড়ায় না। তা ছাড়া প্রধানমন্ত্রীর বাসভবনের উপর সন্দেহজনক নজরদারি ইত্যাদি দেখলে তদন্ত স্বাভাবিক ভাবেই শুরু হওয়ার কথা। পুলিশ সূত্রে আশা করা হচ্ছে, অভিযুক্তকে খুব শিগগির পাকড়াও করা যাবে।

XS
SM
MD
LG